Scores

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে তোপের মুখে রোহিত-পান্টরা

 

সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরুর আগে একপ্রকার ঝড়ই বয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের ওপর। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী। অন্যদিকে বায়োবাবলের প্রটোকল ভেঙে সমালোচনায় ভারতীয় পাচঁ ক্রিকেটার। এবার তার সাথে যুক্ত হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মত গুরুতর অভিযোগ।

কোভিড প্রটোকল ভেঙে দল থেকে বিচ্ছিন্ন রোহিত-পান্টরা

Also Read - সৌরভের হার্টে '৩' ব্লক

মেলবোর্নে বায়োবাবলের প্রটোকল ভেঙে আইসোলেশনে যেতে হয়েছে ভারতের পাঁচ ক্রিকেটারকে। তারা হলেন- রোহিত শর্মা, রিশাভ পান্ট, শুভমান গিল, নবদ্বীপ সাইনি ও পৃথ্বী শাও। মেলবোর্নে এক রেস্তোরাঁয় খেতে গিয়ে তারা বায়োবাবলের নিয়ম ভেঙেছেন।

তৃতীয় টেস্টের আগে ভারতীয় দল সময় কাটাচ্ছে মেলবোর্নে। নতুন বছরের প্রথম দিন একটি রেস্তোরাঁয় খেতে যান রোহিত,  গিল, পান্ট, নবদ্বীপ সাইনি ও পৃথ্বী। মেলবোর্নে থাকা ভারতীয় নাগরিক নভলদ্বীপ সিং তখন সেই রেস্তোরাঁয় বসে ছিলেন। খেলোয়াড়দের কাছ থেকে দেখতে পেয়ে তিনি তাদের বিল পরিশোধ করে ফেলেন।

ঝামেলা পাকান সেই বিলের ছবি ও খেলোয়াড়দের সাথে সময় কাটানোর গল্প টুইটারে পোস্ট করে। রোহিতরা যখন জানতে পারেন, তখন বিল ফিরিয়ে নেওয়ার জন্য নভলদ্বীপকে অনুরোধ করেন। অনুরোধে অবশ্য ঐ ভক্ত ঢেঁকি গেলেননি। শেষপর্যন্ত তার কাছ থেকে হাসিমুখেই বিদায় নেন ক্রিকেটাররা। ভক্তের দাবি ছিল, তারা একসাথে ছবি তুলেছেন এবং পান্ট তাকে জড়িয়েও ধরেছেন!

সেই ছবি টুইটারে আপলোড করে সেই ভক্ত বিপদে ফেলে দেন পাঁচ খেলোয়াড়কে। তবে এখানেই সমস্যা থেমে থাকেনি। ভক্ত নভলদ্বীপ তাদের খাবারের বিলের পুরো ছবি তার ইন্সটাগ্রাম প্রোফাইলে আপলোড করেন। যা দ্রুতগতিতে ভাইরাল হয়ে যায়। সেই বিলের তালিকায় ছিল গরু ও শুকরের মাংসের উপস্থিতি। এইদিকে এই বিলের ছবি ভাইরাল হওয়ার পর তুমুল সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

অনেকেই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন খেলোয়াড়দের বিরুদ্ধে। কেউ কেউ অবশ্য খেলোয়াড়দের পাশে দাড়িয়েছেন এই বিপদের সময়, সমর্থন দিচ্ছেন খেলোয়াড়দের স্বাধীনতাকে।

এক নজরে দেখে নিন ভক্তদের উল্লেখযোগ্য টুইটসমূহ-

সিডনিতে ভারত অস্ট্রেলিয়ার ৩য় টেস্ট শুরু হবে আগামী ৭ই জানুয়ারি থেকে।

Related Articles

মায়ের জন্যই বিসিবির কাছে শাস্তি কমানোর আর্জি শাহাদাতের

আইসিসির ‘সাম্যবাদী’ নিয়মে ক্ষিপ্ত ভারত

চুল নিয়ে ধারাভাষ্যকারের কটূক্তি, রেগে আগুন স্টেইন

পাসপোর্ট হারানো শানাকার বদলে শ্রীলঙ্কার নেতৃত্বে ম্যাথিউস

দুর্ঘটনাক্রমে ক্রিকেটার হয়েছি : অশ্বিন