Scores

ধারাবাহিকতা ধরে রাখতে চান মুস্তাফিজ

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত হওয়ার ম্যাচে দারুণভাবে ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান। ১০ ওভার বোলিং করে তুলে নিয়েছেন ৪ উইকেট। তার দারুণ বোলিং নৈপুণ্যর জন্য ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন মুস্তাফিজ।

মুস্তাফিজকে নিয়ে নয় কোনো ঝুঁকি

ডাবলিনে উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচেই ৮৪ রান দিয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ভিন্ন কন্ডিশনে এসে নিজের প্রথম ম্যাচে যেন একটু অন্য মুস্তাফিজকে দেখল সবাই। বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হয়নি বাংলাদেশের। ফলে নিজেদের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ সেই উইন্ডিজ।

Also Read - কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠছেন মুস্তাফিজ


তবে এই ম্যাচে যেন অন্য মুস্তাফিজ দেখল। নিজের চিরচেনা রূপে ফিরছেন তিনি এমনই বার্তা দিয়ে রেখেছেন এই বাঁহাতি পেসার। উইন্ডিজের বিপক্ষে ম্যাচে ৪৩ রান দিয়ে তুলে নিয়েছেন ৪টি উইকেট! মুস্তাফিজের আশা এমন ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন সামনের ম্যাচগুলোতেও।

“চেষ্টা করেছি এই ম্যাচে ভালো পারফর্ম করার। আপনি যখন ভালো পারফর্ম করবেন তখন এটি আপনাকে আরও আত্মবিশ্বাস জোগাবে। প্রথম ম্যাচে আমি প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারেনি কিন্ত এই ম্যাচে সেটি পেরেছি, যেটা কিনা আমার জন্যই ভালো। এই আত্মবিশ্বাস সামনের ম্যাচগুলোতেও কাজে আসবে। চেষ্টা করবো যাতে ধারাবাহিকতা ধরে রাখতে পারি।”

বেশ কিছুদিন পর নিজের হারানো ছন্দ খুজে পেয়েছেন মুস্তাফিজ। ক্যারিয়ারের প্রথমদিকে নিজের সেরা সময় পার করার  পর ইনজুরিতে পড়ে নিজের ছন্দ হারিয়ে ফেলেছিলেন মুস্তাফিজ। এই বাঁহাতি পেসার নিজেও স্বীকার করছেন আগের মত তেমন বল ঘুরালেই উইকেট পাননি তিনি।

“নতুন একজন বোলার এলে তার সম্পর্কে অনেকে জানে না। এখন আমার সম্পর্কে অনেকে জানে যে আমি এটা করি বা ওটা। আগে বেশিরভাগ সময় আমার বোলিংয়ে ক্যাচ হয়ে যেত। এখনও হয়, মারতে গেলে। আগে মারতে না গেলেও উইকেট পেতাম। আর শুরুতে আমি দেশে খেলেছি। ইনজুরির পর বিদেশে বেশি খেলেছি। দেশের উইকেট হলে আগের মুস্তাফিজই বেশিরভাগ সময় পাওয়া যেত। ওখানে বল-টল ধরে, ঘুরে।”

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ত্রিদেশীয় সিরিজে বোলারদের সেরা সাইফউদ্দিন

ত্রিদেশীয় সিরিজের সেরা পাঁচ ব্যাটসম্যান

রাতেই বাংলাদেশ ত্যাগ করবে আফগানরা

বিপ্লবকে ছাড়াই ফাইনাল ভাবনা বাংলাদেশের

বাংলাদেশকে চাপে রাখার কৌশল জানা জিম্বাবুয়ের