Scores

ধীর বোলিংয়ে আর নিষেধাজ্ঞা পাবেন না অধিনায়করা

শ্বাসরুদ্ধকর ম্যাচগুলোতে পরে ফিল্ডিং করা দলের অধিনায়কদের হয় ‘বড় জ্বালা’। দলের কৌশলগত অবস্থানের কারণে পরে বল করা অনেক দলই নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে পারে না। প্রথম ইনিংসেও কখনো কখনো ঘটে স্লো ওভার রেটের ঘটনা। এতে জরিমানা গোনেন ফিল্ডিং দলের সবাই-ই, তবে বেশি জরিমানা গুনতে হত অধিনায়ককে। এমনকি দল একাধিকবার এই দোষ করলে অধিনায়ককে পেতে হত নিষেধাজ্ঞা।

ধীর বোলিংয়ে আর নিষেধাজ্ঞা পাবেন না অধিনায়করা
আইসিসির নতুন নিয়মে রেহাই পাবেন ফিল্ডিং দলের অধিনায়করা! ফাইল ছবি

তবে অধিনায়কদের সেই ‘দুঃস্বপ্ন’ এবার দূর হল আইসিসি সভায় ধীর বোলিং বা স্লো ওভার রেটের কারণে অধিনায়ককে নিষিদ্ধ করার নিয়মটিই তুলে ফেলা হয়েছে!


বৃহস্পতিবার (১৮ জুলাই) লন্ডনে আইসিসির সভায় ধীর গতির বোলিং সম্পর্কিত বেশ কিছু নিয়মে পরিবর্তন আসে। এতে অধিনায়ককে নিষিদ্ধ করার মত পুরনো সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপে স্লো ওভার রেটের কারণে ভিন্ন মাত্রার এক শাস্তির বিধান করা হয় সভায়।

Also Read - জিম্বাবুয়ের নিষেধাজ্ঞায় ব্যথিত সবাই, টুইটারে ক্রিকেটারদের শোক


একাধিকবার ধীর গতির বোলিংয়ের কারণে অধিনায়কেরা এতদিন এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতেন। এখন থেকে তাদের সেই নিষেধাজ্ঞার ভয় থাকছে না। এছাড়া ধীর গতির বোলিংয়ের জন্য এতদিন সতীর্থদের চেয়ে দ্বিগুণ জরিমানা গুনতেন অধিনায়ক। এখন থেকে অধিনায়কসহ সব খেলোয়াড়কেই সমপরিমাণ ম্যাচ ফি জরিমানা করা হবে।


এছাড়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ধীর গতির বোলিং করলে অর্থাৎ নির্ধারিত সময়ে নির্ধারিত ওভার বোলিং করতে ব্যর্থ হলে বাড়তি সময়ে মাঠে গড়ান প্রতি ওভারের জন্য ২ পয়েন্ট করে কেটে রাখা হবে স্লো ওভার রেটের জন্ম দেওয়া দলের। তবে ব্যাটসম্যানের আচরণে ম্যাচে বা ইনিংসে বিলম্ব ঘটলে এমন শাস্তির শিকার হবেন না ফিল্ডার-বোলাররা।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

নিলাম করে আয়োজিত হবে আইসিসির আসরগুলো

‘আইসিসি বলাতেই পাকিস্তান সফরে যাচ্ছি’

ডিজিটাল যুগে এনালগ আইসিসি, বাংলাদেশি ভক্তদের সাথে নির্মম ঠাট্টা

আইসিসির বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০১৯

জিম্বাবুয়ের বিপক্ষে লঙ্কান টেস্ট দল ঘোষণা