Scores

ধোনিকে অধিনায়কত্ব থেকে সরানোর কারণ ব্যাখ্যা করলো পুণে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর প্রথম আসর থেকে চেন্নাই সুপার কিংস দলকে নেতৃত্ব দিয়ে আসছিলেন ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্রা সিং ধোনি। তাঁর নেতৃত্বে সফলতাও পেয়েছে চেন্নাই সুপার কিংস কিন্তু ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগ উঠে দলটির উপর। পরবর্তীতে সেটি প্রমাণিত হলে আইপিএল থেকে বহিস্কার করা হয় দলটিকে।

চেন্নাইয়ের অনুপস্থিতে আইপিএলে নতুন দল হিসেবে গত আসরে নাম লিখান রাইজিং পুনে সুপারজায়ান্টস। দলটিকে নেতৃত্ব দেন ধোনি। তবে এই আসরে দলটির নেতৃত্বে থাকছেন না মাহেন্দ্রা সিং ধোনি। দলটির নেতৃত্ব থেকে ধোনিকে সরানো হলে মিডিয়ায় এটি নিয়ে চলে গুঞ্জন।

Also Read - ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানলেন আফ্রিদি


পরবর্তীতে জানা যায় দলটির ফ্র্যাঞ্জইজির সঙ্গে মত বিনিময়ে কিছুটা অমিল থাকায় ধোনিকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরানো হয়েছে। ধোনির অধিনায়কত্ব নিয়ে আরেকটু খোলসা করে বলেন সঞ্জীব গোয়েঙ্কা। তাঁর মতে ধোনির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ফোন দেওয়া হলে সে ফোনে পাওয়া যেত না ধোনিকে।

কোন কিছু বলতে চাইলে কথা বলতে হতো তাঁর এজেন্টকে। মাঠের বাইরে নিজের আধিপত্য বিস্তার করতে চাইতেন ধোনি। দলের জার্সির রঙ, কালার কি হবে সেই বিষয়েও নিজের মতামত দিতেন ধোনি যা কিনা ভালো চোখে দেখেননি পুনে ফ্র্যাঞ্জইজি কর্তারা। ধোনিকে অধিনায়কত্ব থেকে সরানো হবে সেই ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল ধোনিকে। প্রশ্ন উঠেছিলো ধোনির বলদি কাকে দলটির অধিনায়কের দায়িত্ব দেওয়া যায়। পরবর্তীতে ধোনির বিকল্প হিসেবে স্টিভেন স্মিথকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়।

-আফরিদ মাহমুদ রিফাত, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন স্টার্ক

কোহলি- ডি ভিলিয়ার্সদের জন্য নাসার কাছে বিশেষ অবদার আরসিবির!

আইপিএলে সর্বোচ্চ মূল্যের ক্রিকেটারদের তালিকা প্রকাশ

আইপিএল খেলতে আগ্রহী ‘৬’ বাংলাদেশি

‘২১ নো বল’ চোখেই দেখলেন না আম্পায়াররা!