Scores

ধোনিকেও পেছনে ফেলে পান্ট এখন ভারত-সেরা!

আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ের ইতিহাসে ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে সেরা অবস্থান অর্জন করেছেন রিশাভ পান্ট। তরুণ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে সিডনি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাদে উঠে এসেছেন টেস্ট ব্যাটসম্যানদের তালিকার ১৭তম স্থানে।

ধোনিকেও পেছনে ফেলে পান্ট এখন ভারত-সেরা

অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনি টেস্ট দলে নেই, তাই উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়ানোর দায়িত্ব বর্তেছে পান্টের কাঁধেই। ২১ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ২১ ধাপ এগিয়ে দিয়েছেন বড়সড় এক লাফই! তাতে টেস্টে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে তার বর্তমান অবস্থান এখন ১৭তম স্থানে। যেকোনো ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানের বিচারে এটি সেরা অর্জন। ১৭তম স্থান অর্জনে পান্ট পেয়েছেন ৬৭৩ রেটিং পয়েন্ট, যার মাধ্যমে পেছনে ফেলেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে।

টেস্ট ক্যারিয়ারে ধোনির সবচেয়ে ভালো অবস্থান ছিল ১৯তম স্থান, যখন তার রেটিং পয়েন্ট ছিল ৬৬২। এর আগে অবশ্য আরেক ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান অর্জন করেছিলেন ১৭তম স্থান, তবে তখন তার রেটিং পয়েন্ট ছিল ৬১৯। ১৯৭৩ সালের জানুয়ারির সেই টেস্ট র‍্যাংকিংয়ের ১৭তম স্থানধারী ছিলেন ফারুখ ইঞ্জিনিয়ার।

Also Read - স্কোয়াড ঘোষণার পর হুট করে বিশ্রামে বুমরাহ


সিডনি টেস্টে নিজের ৯ম টেস্ট ম্যাচে ১৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রিশাভ পান্ট। অস্ট্রেলিয়া সিরিজ শুরু করার সময় তিনি ছিলেন র‍্যাংকিংয়ের ৫৯তম স্থানে। পুরো সিরিজে ৩৫০ রান করার পাশাপাশি ২০টি ক্যাচ তালুবন্দি করেছেন এই উইকেটরক্ষক।

পান্ট ছাড়াও উত্থান ঘটেছে চেতেশ্বর পূজারার, যিনি সিরিজে ৫২১ রান করে পেয়েছেন সেরা খেলোয়াড়ের খেতাব। ব্যাটসম্যানদের তালিকায় তিনি এখন রয়েছেন তৃতীয় স্থানে। এছাড়াও নিজ নিজ ক্ষেত্রে উত্থান ঘটেছে স্পিনার কূলদ্বীপ যাদব, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (ব্যাটিংয়ে) ও অভিষিক্ত ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের।

আমিই বিশ্বের একমাত্র!
টেস্ট র‍্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ছবি: বিডিক্রিকটাইম

ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে যথারীতি শীর্ষে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় স্থানও রয়েছে অপরিবর্তিত- যেখানে শোভা পাচ্ছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের নাম। বল হাতে শীর্ষ তিন স্থানে রয়েছেন কাগিসো রাবাদা, জেমস অ্যান্ডারসন ও ভ্যারনন ফিল্যান্ডার। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও জেসন হোল্ডার।

আরও পড়ুন: কিউইতে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব

টেস্ট র‍্যাংকিংয়ে রোহিত-অশ্বিনের উন্নতি, পেছালেন সাকিব

ব্যাটিংয়ে ৫ ধাপ এগিয়েছেন সাকিব, বোলিংয়ে অবনমন

নতুন টেস্ট র‍্যাংকিংয়ের সেরা ১০ ব্যাটসম্যান

শীর্ষেই রইলেন সাকিব, উইলিয়ামসন-রয়ের উন্নতি