Scores

ধোনিকে আরও ১০ বছর খেলতে দেখতে চান হাসি

বয়স ইতোমধ্যে ৩৮, ৩৯ ছুঁইছুঁই। এখনই মহেন্দ্র সিং ধোনির বিদায়ের ঢাক শুনতে পারছেন অনেকে। জাতীয় দলে বলতে গেলে ব্রাত্য হয়ে পড়েছেন। আইপিএলে দিয়ে মাঠে ফিরতে চাইলেও বাঁধ সেধেছে করোনা।

ধোনিকে আরও ১০ বছর খেলতে দেখতে চান হাসি

ধোনির অবসর নিয়ে যখন ক্রিকেট বিশ্ব জুড়ে এত জল্পনা-কল্পনা, তখন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইক হাসি জানালেন- তিনি ধোনিকে আরও ১০ বছর খেলতে দেখতে চান!

Also Read - ঘরে চিকিৎসা নিয়েই বাবা-মাসহ অপুর করোনা জয়


হাসির দাবিকে বাড়াবাড়ি মনে হতেই পারে। তবে ধোনির সাথে তার অন্তরঙ্গতা নতুন কিছু নয়। চেন্নাই সুপার কিংসে দুজনে একসাথে খেলেছেন। এরপর নাম লিখিয়েছেন চেন্নাইয়ের কোচিং স্টাফে, ধোনি এখন অবধি খেলে যাচ্ছেন। সেই হাসি ধোনিকে খেলোয়াড়ের ভূমিকায়ই দেখতে চান আরও বছর দশেক!

হাসি বলেন, ‘দীর্ঘদিন ধরে সে চেন্নাই সুপার কিংসের অসাধারণ একজন খেলোয়াড় ও ব্যক্তিত্ব। একইসাথে ভারতের জন্যও। আশা করি সে আরও ১০ বছর খেলে যেতে পারবে। আমি নিশ্চিত, আমরা এটাই দেখব যে সে ততদিনই খেলছে যতদিন সে খেলতে পারছে।’


পৃথক আরেক সাক্ষাৎকারে ধোনিকে প্রশংসার সাগরে ভাসিয়ে অস্ট্রেলিয়ার এই বিখ্যাত ক্রিকেটার বলেন, ‘সে জানে তাকে কী করতে হবে। একটি টুর্নামেন্ট খেলার আগে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হয়ে ওঠে। আইপিএলের জন্য সে কঠোর পরিশ্রম করত। আগের মত ভালো খেলতে সে সময় নেবে না।’

হাসি মনে করেন, শুধু আইপিএলই নয়, ধোনি চাইলে আন্তর্জাতিক ক্রিকেটও চালিয়ে যেতে পারেন। তিনি বলেন, ‘সে যদি এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চায় আর নির্বাচকরা তাকে দলে চায়, তাহলে অবশ্যই ভারত দলে ধোনির ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

চীনের স্পন্সরেই আইপিএল, ক্ষেপেছেন ভক্তরা

আইপিএলে কারও করোনা হলেই বদলি খেলোয়াড়

আইপিএলের ফিকশ্চার চূড়ান্ত, ফাইনালের সূচিতে পরিবর্তন

এবি-ডু প্লেসিদের আইপিএলে যোগ দেওয়া অনিশ্চিত

বিদেশের মাটিতে আইপিএল; ঘোষণা আসছে শীঘ্রই