Scores

ধোনিকে গালি দিয়ে অনুতপ্ত নেহরা

১৫ বছর মহেন্দ্র সিং ধোনিকে প্রকাশ্যে গালি দেওয়ায় অনুতপ্ত বোধ করছেন আশিস নেহরা। ভারতের সাবেক এই পেসার সম্প্রতি ঐ ম্যাচ নিয়ে আলাপকালে নিজের কাজের জন্য অনুশোচনা প্রকাশ করেন। 

ধোনিকে গালি দিয়ে অনুতপ্ত নেহরা
ফাইল ছবি

২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে শহীদ আফ্রিদিকে আউট করার সুযোগ হাতছাড়া করায় মাঠেই ধোনিকে গালাগাল করেছিলেন নেহরা। সেই ভিডিও সম্প্রতি অন্তর্জালে ভাইরাল হলে নেহরাকেও এই ইস্যুতে মুখ খুলতে হয়।

Also Read - তিন সপ্তাহে আইপিএল আয়োজনের পরামর্শ পিটারসেনের


ধোনির প্রতি সমর্থকদের আবেগ থেকেই এই ভিডিও ফের প্রচারিত হচ্ছে, এমনটি জানিয়ে নেহরা নিজের ওমন আচরণের ব্যাখ্যা করেন।

তিনি বলেন, ‘ঐ ম্যাচটার কথা আমার এখনো মনে আছে। শহীদ আফ্রিদি আমাকে ছক্কা হাঁকানোর পরের বলে একটি ভালো বল করেছিলাম। আফ্রিদির ব্যাটে লেগে বল ধোনি আর দ্রাবিড়ের মাঝখান দিয়ে চলে যায়।’


শুধু ধোনিই না, নেহরা চড়াও হয়েছিলেন দ্রাবিড়ের উপরও। তবে ক্ষোভটা বেশি ছিল উইকেটের পেছনে দাঁড়ানো উপরই। প্রখ্যাত এই ক্রিকেটার অবশ্য নিজের এমন আচরণকে সমর্থন করেন না। তিনি জানান, ‘একটা ভিডিওতে দেখা গিয়েছিল, আমি গালাগাল করছি ধোনিকে। এটা (গালাগালের ভিডিও) ছিল আহমেদাবাদে সিরিজের চতুর্থ ম্যাচে। তবে আমি এখন স্বীকার করি- নিজের এমন আচরণে আমি মোটেও খুশি ছিলাম না।’

নেহরা বলেন, ‘আফ্রিদি আমাকে আগের বলে ছক্কা হাঁকায়। ভারত-পাকিস্তান ম্যাচের বাড়তি চাপও ছিল। আমি সুযোগ সৃষ্টি করার পরও সেটা হাতছাড়া হতে দেখে মেজাজ ঠিক রাখতে পারিনি। ম্যাচের পর আমার সাথে দ্রাবিড় ও ধোনি স্বাভাবিক আচরণই করছিল, তাই বলে আমি আমার আচরণকে সমর্থন করছি না।’

ঐ ম্যাচের ভিডিও দেখুন-

 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বুমরাহর অ্যাকশন মালিঙ্গার থেকে ১০ গুণ ভালো!

সব ধরণের ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন নেহরা

রানাতুঙ্গার অভিযোগে সরব গম্ভীর-নেহরা