Scores

ধোনিকে তলব করায় টুইটারে ভারতীয়দের নিন্দার ঝড়

এবার ভারতীয় উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনিকে তলব করে সমালোচনার মুখে পরেছে আইসিসি। গত বুধবার নিজেদের প্রথম ম্যাচে ভারত মাঠে নামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে কিপিং করার সময় তার হাতে দেখা যায় ভারতীয় প্যারা স্পেশাল ফোর্সের রেজিমেন্টের প্রতীক । তা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হন ধোনি ভারতীয় ভক্তদের কাছে ।

 

ধোনিকে তলব করায় টুইটারে ভারতীয়দের নিন্দার ঝড়
ছবি : এএফপি

তবে সেটি ভালোভাবে নেয়নি আইসিসি। আইসিসির নিয়ম হচ্ছে আইসিসির যে কোনো আসরে ক্রিকেটের সাথে জড়িত সকল উপকরনে এমন কোন বার্তা বা সংকেত থাকবেনা যা ধর্ম, রাজনীতি ও জাতিগত কোন বার্তাবহন করে। কিছুদিন আগেই ভারতীয় দল সেনাবাহিনীর ক্যাপে মাঠে নামে অজিদের বিপক্ষে। সেইবার বিসিসিআইকে ছাড় দিলেও এইবার ছাড় দেয়নি আইসিসি।

Also Read - আম্পায়ারিং নিয়ে টুইটারে সমালোচনা ঝড়, প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটাররা


আইসিসি থেকে ক্লেয়ার ফার্লং আইএএনএসকে জানিয়েছেন তারা বিসিসিআইকে অনুরোধ করেছে যাতে ধোনির গ্লাভস থেকে প্রতীকটি সরিয়ে নেওয়া হয়। তবে আইসিসির হঠাৎ এই অনুরোধ ভালোভাবে নেয়নি ভারতীয় ভক্তরা। খুব কমই ভারতীয় খেলোয়াড়কে আইসিসি তলব করেছে এমন নজির দেখা গিয়েছে। আইসিসির হঠাৎ এই পরিবর্তনে বেশ ক্ষিপ্ত হয়ে উঠেছে ভারতীয়রা। তাদের দাবি আইসিসি এখানে কিছু বলার কে? এই নিয়ে ভারতীয় টেলিভিশনে টকশোর টেবিলেও আলোচকরা ঝড় তুলেছেন। প্রশ্ন তুলেছেন আইসিসির ভূমিকা নিয়ে। আইসিসিকে মাটিতে মিশিয়ে দিয়ে টুইট করেছেন বিখ্যাত ভারতীয় অভিনেতা পরেশ রাওয়ালও।

 

ভারতের রিপাবলিক টিভি চ্যানেল এই নিয়ে অনলাইনে ক্যাম্পেইনও শুরু করেছে ধোনিকে অনুরোধ করে যাতে ধোনি পরবর্তী ম্যাচে এই বলিদানের প্রতীক তার গ্লাভস থেকে না সরিয়ে ফেলে।

২০১১ সালে ধোনিকে সম্মানসূচক কর্নেলের পদ দেওয়া হয় সেনাবাহিনীর তরফ থেকে। তখন ধোনি প্যারা রেজিমেন্টের সাথে বেশ কিছুদিন ট্রেনিংও করেন। ধোনি সবসময় বলে এসেছে সে সেনাবাহিনীকে ভালোবাসে ও ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগদানও করতে চায়।

ভারতের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে লন্ডনে। সেই ম্যাচে ধোনি কি এই গ্লাভস পরেই মাঠে নামবেন নাকি এই প্রতীক সরিয়ে নতুন গ্লাভস পরে মাঠে নামবেন সেটি দেখার বিষয় হবে। কারন একদিকে আইসিসির নিয়ম অন্যদিকে দেশব্যাপী অনলাইনে অনুরোধ এটি না করার। কোন পথে হাটবেন ধোনি?

Related Articles

বাংলাদেশকে সবাই ভয় পাবে, বিশ্বাস ম্যাকেঞ্জির

‘সাকিবই ছিল ২০১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড়’

বিশ্বকাপ ও মুস্তাফিজুর রহমান

সেদিন স্নায়ুচাপ সামলাতে ‘সিগারেট বিরতি’ নেন স্টোকস

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!