Scores

ধোনির অবসরে সরব সমর্থকেরা, একহাত নিলেন স্ত্রী সাক্ষী

তবে কি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মহেন্দ্র সিং ধোনি? হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন সমর্থকেরা। যেখানে ‘ধোনি রিটায়ার্স’ লিখে পোস্ট করছেন অনেকেই। যা একেবারেই পছন্দ হয়নি ধোনি পত্নী সাক্ষী সিং ধোনির। সমর্থকদের একহাত নিতেও ছাড়েননি তিনি।

ধোনির অবসরে সরব সমর্থকেরা, একহাত নিলেন স্ত্রী সাক্ষী

দেশের হয়ে শেষবার প্রতিনিধিত্ব করেছেন তাও প্রায় একবছর হতে চললো। ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপের পর দলে আর সুযোগ পাননি ধোনি। টানা ৬ মাস জাতীয় দলের অংশ না থাকাতে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এতে অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির শেষ দেখে ফেলেছেন।

Also Read - করোনা পরবর্তী ক্রিকেট নিয়ে রিয়াদের ভাবনাতবে আবারও ভারতীয় দলে জায়গা পেতে আইপিএলের পারফরম্যান্সের দিকে তাকিয়ে ছিলেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক। যার কারণে জোর অনুশীলনও শুরু করেছিলেন ধোনি। চলমান রোনাভাইরাসের প্রভাবে আইপিএল স্থগিতের ফলে ধোনির জাতীয় দলে ফেরার রাস্তা আপাতত বন্ধ।

এমতাবস্থায় হঠাৎ করেই ধোনির অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হ্যাশট্যাগ ব্যবহার করে সমর্থকেরা ধোনি রিটায়ার্স লিখে পোস্ট করলে তা চোখে পড়ে সাক্ষীর। এতেই বেজায় চটেছেন তিনি।

ধোনির অবসরের বিষয়টি পুরোটাই গুজব বলে জানান সাক্ষী। করোনার প্রাদুর্ভাবে দীর্ঘদিন লকডাউনে আটকে থেকে মানুষ অসুস্থ হয়ে পড়েছে, যার ফলে এমন খবর ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। যদিও অনেকটা বাধ্যই হয়েই কিচ্ছুক্ষণ পর নিজের সেই টুইট সরিয়ে ফেলেন সাক্ষী।

সেই মন্তব্যে সাক্ষী লেখেন, ‘এটা গুজব ছাড়া আর কিছু নয়। বুঝতে পারছি লকডাউনের ফলে মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘ভারত নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিশ্ব ক্রিকেটের স্বার্থ ক্ষুণ্ণ করছে’

অস্ট্রেলিয়া সফর নিয়ে এ কেমন ‘চাওয়া’ গাঙ্গুলির!

ফাইনালে ‘অদ্ভুত’ নিয়মের হার এখনো পোড়ায় নিউজিল্যান্ডকে

ক্যারিয়ার বাঁচাতে আর দুই ম্যাচ সুযোগ পাবেন বাটলার!

‘ফ্যান সাবস্ক্রিপশন’ চালু করল বিডিক্রিকটাইম