Scores

ধোনির অবসর চান তার বাবা-মা

দেখতে দেখতে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চলে এসেছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। যদিও বিশ্বজয়ের পরের দু’টি বিশ্বকাপ আসরে বাদ পড়তে হয়েছে সেমিফাইনাল থেকেই। অনেকেই ভেবেছিলেন, ইংল্যান্ড বিশ্বকাপই হতে যাচ্ছে ধোনির আন্তর্জাতিক ক্রিকেটের শেষ মঞ্চ। তবে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ধোনি এখনো অবসর সম্পর্কে কোনো বার্তা দেননি।

ধোনির অবসর চান তার বাবা-মা

ভারতের আগামী দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ধোনি খেলবেন কি না তাও এখনো ‘ঘোলাটে’ বিষয়। তবে খোদ ধোনির বাবা-মা’ই চাইছেন, তাদের ছেলে যেন এখনই বিদায় বলে দেন খেলোয়াড়ি জীবনকে।

Also Read - ছেলে ফিফা বিশ্বকাপে, প্রেমিকা ইউসিএলে ও মা ক্রিকেটে!


ধোনির বাল্যকালের কোচ কেশব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই তথ্য। তার ভাষ্য অনুযায়ী, ধোনির বাবা পান সিং ও মা দেবকী দেবী দুজনই চাইছেন- তাদের ছেলে যেন আর ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় না কাটান।

কারণটাও জানিয়েছেন কেশব। ধোনির ক্যারিয়ারের বয়স যত বাড়ছে, তত বয়স বাড়ছে তো তার বয়োবৃদ্ধ বাবা-মায়েরও। ধোনি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় তাদের সহায়-সম্পত্তি সব দেখভাল করতে হচ্ছে বাবা-মাকেই। তাই তারা চাইছেন, ধোনি যেন এখন তাদের পরিবারের দায়িত্ব পুরোপুরি নিজের হাতে নিয়ে নেন।

রাঁচিতে ধোনির পরিবারের বিপুল সম্পদ। বিগত ১০-১২ বছর ধরে সবকিছু রক্ষণাবেক্ষণ করছেন ধোনির বাবা-মা। তারা তাই ছেলের অবসর কামনা করতেই পারেন। তবে কেশব চান- ধোনি যেন ভারতের হয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অন্তত খেলে যান।

তিনি বলেন, ‘আমি ধোনির বাবা-মাকে বলেছি ধোনি ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলে যাক। বলেছি- এত বছর পর্যন্ত যখন দেখভাল করেছেন আরও একটা বছর করুন।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভারতের বিপক্ষে একাধিক দিবারাত্রির ম্যাচ চায় অজিরা

চলে গেলেন সাবেক ইংলিশ অধিনায়ক

ধর্মঘটের হুমকি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের

বিয়ের দাওয়াত না পেয়ে রশিদের ‘খোঁচা’

বুমরাহকে ‘বাচ্চা বোলার’ বললেন রাজ্জাক