Scores

ধোনির থেকে প্রত্যাশা কমানোর পরামর্শ কপিলের

সাম্প্রতিক সময়ে সময়টা ভালো যাচ্ছে না ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। যার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির দল থেকে বাদ পড়েছেন ভারতের এই সাবেক অধিনায়ক। তবে ধোনির কাছ থেকে প্রত্যাশা কমানোর পরামর্শ দিয়েছেন কপিল দেব।

ধোনির থেকে প্রত্যাশা কমানোর পরামর্শ কপিলের

ভারতে মহেন্দ্র সিং ধোনি একটা সময় একহাতেই দলকে ম্যাচ জিতিয়েছেন বহুবার। তবে বিগত সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতের এই বিশ্বকাপ জয়ী অধিনায়কের। স্ট্যাম্পের পেছনে আরও ধারালো হলেও ব্যাট হাতে পুরনো ধোনিকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না। সর্বশেষ ১০ ম্যাচে তার সর্বোচ্চ রান ৩৬! সেটি এসেছিলো এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে।

ব্যাট হাতে এমন পারফরম্যান্সের পর বিকল্প খুঁজতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে। আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির দল থেকে বাদ পড়েছেন ধোনি। তার পরিবর্তে উইকেটকিপার হিসেবে জায়গা পেয়েছেন ঋশভ পান্ত। উইন্ডিজের বিপক্ষে স্ট্যাম্পের পেছনে না দাঁড়ালেও ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন পান্ত। ধোনির এমন পারফরম্যান্সের পর বেশ ভালোই সমলোচনা হয়েছে তাকে ঘিরে। তবে তার কাছ থেকে প্রত্যাশা কমানোর কথা জানিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব।

Also Read - ফিল্ডারদের দৃষ্টিভঙ্গি দেখে মুগ্ধ কোচ


“ধোনি তার ক্যারিয়ারে দুর্দান্ত পারফর্ম করেছে আমাদের হয়ে। তবে আমার মনে হয় আমরা আজ থেকে ১০ বছর আগেও ধোনির ওপরে যেমন প্রত্যাশা করতাম, এখনো ঠিক তেমনই করি। এভাবে প্রত্যাশা করলে লাভ হবে না।”

তিনি আরও বলেন, “ধোনি যথেষ্ট অভিজ্ঞ একজন খেলোয়াড়। সে যদি তার অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করতে পারে, তাহলে সেটা অনেক ভালো একটা খবর। কিন্তু এ জিনিসটা প্রত্যেককে বুঝতে হবে যে তার বয়স আর ২০ বছর নয়, আর বয়স কমে ২০ বছরও হচ্ছে না। তাই সে দলের জন্য এখন যা-ই করুক, সে যদি ফিট থেকে ভালো ক্রিকেট খেলতে পারে, তাহলে সে অবশ্যই দলের জন্য সম্পদ হিসেবে বিবেচিত হবে। তার ফিটনেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর আমিও চাইব সে যেন আরও অনেক ম্যাচ খেলতে পারে।”

ধোনির এমন পারফর্মের পর বিশ্বকাপে তার জায়গা হবে কিনা তা নিয়েও জেগেছে সংশয়। তবে বিশ্বকাপের মতো বড় আসরে ভারতীয় বোর্ড ধোনির উপরেই আস্থা রাখতে চাইবেন।

আরও পড়ুনঃ ফিল্ডারদের দৃষ্টিভঙ্গি দেখে মুগ্ধ কোচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

দুর্দান্ত জয়ের দিনে জরিমানা দিল ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডু প্লেসিস

বলের আঘাতে হাসপাতালে ক্রিকেটার; খেলা পণ্ড

বাংলাদেশের পর অস্ট্রেলিয়াকেই বেছে নিলেন কোহলিরা

কিউইদের টেস্ট দল ঘোষণা, ফিরলেন বোল্ট