Scores

ধোনির হয়ে সাফাই গাইছেন কোহলি-রোহিত

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের হেরে যাওয়া ম্যাচে কঠোর সমালোচনায় মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং। ধোনি ও কেদার যাদবের ধীর ব্যাটিং আলোচনায় আসরের শুরু থেকেই। ইংল্যান্ডের বিপক্ষে বড় রান তাড়া করতে নেমে তাদের অকার্যকর ইনিংস এবার আবারো সমালোচনায়। তবে বেশি সমালোচনা হচ্ছে ধোনিকে নিয়েই।

ধোনির হয়ে সাফাই গাইছেন কোহলি-রোহিত
সংগ্রাম করেও ব্যর্থ হয়েছেন ধোনি, এমনই দাবি ভারতের অধিনায়ক ও সহ-অধিনায়কের। ছবি: রয়টার্স

একদিনের ক্রিকেটের সেরা ফিনিশার হিসেবে অনেকে আখ্যায়িত করে থাকেন ধোনিকে। সেই ধোনিই শেষ ১০ ওভারে ছিলেন ভাবলেশহীন। যেন ভারতের জয় না এলেও চলে! অনেক অতিউৎসাহী ক্রিকেট সমর্থক ধোনির নামে ফিক্সিংয়ের অপবাদ তুলতেও ভুলেননি।

Also Read - টুইটারে ধোনি-কেদারের ব্যাটিংয়ের মুণ্ডুপাত


তবে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মা ধোনির পাশেই রয়েছেন। তাদের দাবি, সীমানা ছোট হলেও শেষদিকে বাউন্ডারি হাঁকান কঠিন ছিল, আর তাই চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ধোনি ও শেষ ৫ ওভারে ধোনির সঙ্গী কেদার।

কোহলি বলেন, ‘বাউন্ডারি হাঁকানোর জন্য ধোনি অনেক চেষ্টা করছিল। কিন্তু বাউন্ডারি আসছিল না। ইংল্যান্ডের বোলাররা ভালো এরিয়ায় বল করছিল, বল থেমে যাচ্ছিল। শেষদিকে ব্যাট করা তাই কঠিন হয়ে দাঁড়ায়।’

একদিন বিরতির পর ভারতের পরবর্তী ম্যাচ বাংলাদেশের সাথে। ঐ ম্যাচে ভুলত্রুটি শোধরানোর তাগিদ দিয়ে কোহলি বলেন, ‘আমাদের বসতে হবে এবং পরের ম্যাচে আরও ভালো করা নিয়ে আলোচনা করতে হবে।’

অন্যদিকে রোহিতও মনে করেন, ব্যাট হাতে সেরাটা দেওয়ার চেষ্টাই করেছিলেন ধোনি ও কোহলি। তিনি বলেন, ‘ধোনি ও কেদার ব্যাট হাতে তাদের সেরা চেষ্টাই করেছিল। কিন্তু বাউন্ডারি হাঁকানো অনেক কঠিন ছিল। ভারতের ব্যাটিংয়ের সময় উইকেট মন্থর আচরণ করছিল।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ ফাইনালে ধৈর্যশীলতা দেখানোর পুরস্কার জিতল কিউইরা

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!