Scores

ধোনির রান-আউটকে ঘিরে নতুন বিতর্ক!

এতদিন ক্রিকেট বিশ্বের অনেক সমর্থকদের অভিযোগ ছিল- ভারতের ম্যাচে পক্ষপাতমূলক আচরণ করে থাকেন আম্পায়াররা। তবে এবার ভারত সমর্থকদেরই দাবি, আম্পায়ারের সিদ্ধান্ত এসেছে তাদের বিপক্ষে, অর্থাৎ ভারতের ইনিংসে একটি ডেলিভারিতে ‘নো বল’ হওয়া সত্ত্বেও তা দেননি আম্পায়াররা!

ধোনি আউট হওয়ার বলে ভুল আম্পায়ারিংয়ের শিকার ভারত!
এই চিত্রই জন্ম দিয়েছে সব আলোচনার। ছবি: টুইটার

তাও সমর্থকদের এমন দাবি যে ডেলিভারি নিয়ে, ঐ ডেলিভারিতেই রান আউট হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনি আউট হওয়ার পরই মূলত ম্যাচ থেকে ছিটকে পড়ে ভারত।

ভারতের ইনিংসের ৪৯তম ওভারের তৃতীয় বলে আউট হন ধোনি। ঐ ওভারটি করেছিলেন লকি ফার্গুসন। তৃতীয় পাওয়ার প্লে চলমান থাকায় নিয়ম অনুযায়ী তখন ৩০ গজ সীমানার বাইরে ৫ জনের বেশি ফিল্ডার থাকতে পারবেন না।

Also Read - ধোনির আউটের শোক সইতে না পেরে প্রাণ হারালেন সমর্থক


কিন্তু ভারতীয় সমর্থকদের দাবি, ঐ বলে ৬ জন ফিল্ডার ছিলেন ৩০ গজের বাইরে। সেই হিসেবে এটি ‘নো বল’ হওয়ার কথা। কিন্তু আম্পায়ারের চোখ এড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ সমর্থকরা, যারা টেলিভিশন পর্দায় দেখান গ্রাফিক্স থেকে আবিস্কার করেছেন ৩০ গজের বাইরে ৬ জন ফিল্ডারের উপস্থিতি।

অবশ্য ধোনি রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন। আর ‘নো বলে’ রান আউটের বিধান রয়েছে। কিন্তু নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ভারতের সমর্থকদের দাবি, আম্পায়ার ঐ বলটিতে ‘নো বলে’র সংকেত দিলে ধোনি ঝুঁকি নিয়ে ২ রান নেওয়ার চেষ্টা করতেন না, ফলে আউটটিও হত না! একইসাথে পরের বলের ফ্রি হিট ধোনির আত্মবিশ্বাস বাড়িয়ে দিত বলেও অদ্ভুত যুক্তি অনেক সমর্থকের।

অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিরপেক্ষ সমর্থকদের দাবি, গ্রাফিক্সের ভুলেই ৩০ গজের বাইরে ৬ জন ফিল্ডারের উপস্থিতি দেখান হয়েছে, আসলে ছিলেন ৫ জন ফিল্ডারই; সত্যিই ভুল হলে তা আম্পায়ারের নজর এড়িয়ে যেত না!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক

উইলিয়ামসনের সেই রান আউট হাতছাড়া নিয়ে মুখ খুললেন মুশফিক