
দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে তখন ব্যাট করছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ড্রেসিংরুমে বসে আছেন। অপেক্ষা করছেন, কখন ব্যাট হাতে নামতে হয়। ধোনির ওপর ক্যামেরার চোখ একটু বেশিই থাকে। তার বদৌলতে দেখা গেল অদ্ভুত এক দৃশ্য।

ড্রেসিংরুমে বসে ব্যাট কামড়াচ্ছেন ধোনি! পরবর্তীতে ধোনির ক্যামিও, চেন্নাইয়ের জয় কিংবা দিল্লীর ৯১ রানের বিশাল পরাজয় ছাপিয়ে আলোচনার বিষয় হয়ে উঠল ধোনির ব্যাট কামড়ানো। কেন ধোনি ব্যাট কামড়ান? এর উত্তরও মিলল ম্যাচ শেষে।
চেন্নাইয়ের ইনিংসের ১৭তম ওভার চলাকালে ধোনিকে ব্যাট কামড়াতে দেখে অবাক হয়েছেন অনেকেই। মুহূর্তেই ধোনির ব্যাট কামড়ানোর ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ম্যাচ শেষে আসল রহস্য ফাঁস করেছেন লেগ স্পিনার অমিত মিশ্র। ভারতীয় এই স্পিনার জানান, ব্যাট পরখ করতেই ধোনি কামড়ে ধরেন উইলোকে।
In case you’re wondering why Dhoni often ‘eats’ his bat. He does that to remove tape of the bat as he likes his bat to be clean. You won’t see a single piece of tape or thread coming out of MS’s bat. #CSKvDC #TATAIPL2022
— Amit Mishra (@MishiAmit) May 8, 2022
অমিত মিশ্র এক টুইট বার্তায় লিখেছেন, ‘অনেকেই ভাবছেন ধোনি কেন তার ব্যাট খায়। তাদের জন্য বলে রাখি, ও নিজের ব্যাট থেকে টেপ সরানোর জন্য এমনটা করে থাকে। কারণ ও নিজের ব্যাটকে একদম পরিষ্কার রাখতে পছন্দ করে। একটি টেপ বা সুতোই কখনও এমএসের ব্যাট থেকে উঠে আসতে দেখা যায় না।’
যে ব্যাট কামড়ে এত আলোচনার জন্ম দিয়েছেন, সেই ব্যাট দিয়ে রবিবার দারুণ ব্যাটিং করেছেন ধোনি। ডেভন কনওয়ের ৪৯ বলে ৮৭ রানের ইনিংসে চেন্নাই পেয়ে যায় বড় সংগ্রহের পুঁজি। শেষদিকে নেমে ফিনিশার ধোনি খেলেন ৮ বলে ২১ রানের ক্যামিও, যা চেন্নাইয়ে ২০৮ রানের পাহাড় জড়ো করার সুযোগ করে দেয়। পরবর্তীতে চেন্নাই পায় ৯১ রানের বিশাল জয়।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।