Scores

ধোনি দলে না থাকার কারণ জানাল বিসিসিআই

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের বিষাদ ঝেড়ে ভারত প্রস্তুত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য। তবে এরই মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান দলে ক্যারিবীয় সফরের দলে থাকছেন না- গত কয়েকদিন ধরে এই খবরই ঘুরপাক খাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমে।

ধোনি দলে না থাকার কারণ জানাল বিসিসিআই
সেনাবাহিনীর ট্রেনিংয়ে যোগদানের জন্যই ক্রিকেটে ধোনির সাময়িক বিরতি। ফাইল ছবি

এতে ধোনি ভক্তরা ভয় পেয়ে গিয়েছিলেন। ধোনি কি তবে বিদায় বলে দিচ্ছেন? তাদের জন্য সুখবর নিয়ে এসেছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। অনানুষ্ঠানিক এক বিবৃতিতে বিসিসিআইয়ের শীর্ষ কর্তার দাবি- ধোনি বোর্ডের কাছ থেকে দুই মাস ছুটি চেয়েছেন।

Also Read - বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা


এই দুই মাস ধোনি দূরে থাকবেন ক্রিকেট থেকে। ধোনির হুট করে এই ছুটি নেওয়ার কারণ সেনাবাহিনীর ট্রেনিংয়ে যোগদান। ভারতের টেরিটরিয়াল আর্মির প্যারাসুট রেজিমেন্টে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্ণেল ধোনি। বেশ আগেই কথা দিয়েছিলেন- এই রেজিমেন্টের ট্রেনিংয়ে এবার অংশ নেবেন। সেই কথা রাখতেই ক্রিকেট থেকে নিয়েছেন দুই মাসের বিশ্রাম।

ধোনির ছুটির ব্যাপারে পরিস্কার করে বিসিসিআইয়ের শীর্ষ ঐ কর্তার দাবি, ‘আমরা ধোনির ব্যাপারে বিষয়টা পরিষ্কার করে জানাতে চাই। সে এখনই ক্রিকেট থেকে অবসর নিচ্ছে না। আপাতত প্যারামিলিটারি রেজিমেন্টে নিজের দায়িত্ব পালনের জন্য সে দুই মাসের ছুটি চেয়ে নিয়েছে। আমরা তার এ সিদ্ধান্ত নির্বাচক প্যানেলেও জানিয়েছি। তারাও বিষয়টি মাথায় রেখেই দল ঘোষণা করবেন।’

প্রসঙ্গত, রবিবার (২১ জুলাই) ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের দল ঘোষণা করা হবে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সিমন্স-ঝড়ে উড়ে গেল আয়ারল্যান্ড

নিজেকে শিশু মনে হচ্ছে ব্রাভোর!

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাভো

‘৪৫’-কে টার্গেট করছেন গেইল

টাইগারদের সাবেক কোচের বিশেষ অর্জন