Scores

নতুনদের দলে নেওয়ার কারণ জানালেন প্রধান নির্বাচক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন ৩ জন নতুন খেলোয়াড়। তাদের একজন এখনো জাতীয় দলের হয়ে খেলেননি, অন্য দুইজন অবশ্য টি-টোয়েন্টিতে আগেই অভিষেক ঘটিয়েছেন। 

নতুনদের দলে নেওয়ার কারণ জানালেন নান্নু

অনুরধ-১৯ বিশ্বকাপ জেতার পর শরিফুল ইসলাম আলো ছড়িয়েছেন বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও। অলরাউন্ডার মেহেদী ফর্মে আছেন সর্বশেষ বিপিএলের পর থেকেই। হাসান মাহমুদ তো এই কয়দিন আগে প্রস্তুতি ম্যাচেও অগ্নিঝরা বোলিং দেখালেন। সব মিলিয়ে নির্বাচকদের ভাবনায় থাকা তিন ক্রিকেটার প্রথমবারের মত ওয়ানডে দলে এসেছেন যোগ্যতম হিসেবেই।

Also Read - নতুন ‘সাকিব’ থেকে ভালো কিছুর প্রত্যাশা প্রধান নির্বাচকের


নতুন খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে প্রধান নির্বাচক নান্নু জানান, ‘নতুন ৩ জনকে আমরা রেখেছি। এই সিরিজ থেকে নতুনদের নিয়ে এই পরিকল্পনা শুরু করেছি। ওদের নিয়ে কাজ করার জন্যই রাখা হয়েছে। মেহেদী, শরিফুল, হাসান মাহমুদ আছে। আশা করি এই সিরিজে ইতিবাচক ক্রিকেট উপহার দিতে পারব।’

প্রাথমিক স্কোয়াড ঘোষণার সময়ই নির্বাচকরা জানিয়েছিলেন, তাদের ভাবনায় ২০২৩ বিশ্বকাপ। নতুন তিন সদস্য ২০২৩ বিশ্বকাপের ভাবনায় এসে পড়েছেন সমসাময়িক অন্যদের আগেই। নান্নু বলেন, ‘নতুন খেলোয়াড়ের জন্য এটা বিরাট প্লাটফর্ম। প্রতিষ্ঠিত হওয়া ওদের জন্য জরুরি। আশা করি সিনিয়রদের অভিজ্ঞতা নিয়ে ওরা দলে যথেষ্ট অবদান রাখতে পারবে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে একটা পরিকল্পনা আছে। এখন সিরিজ বাই সিরিজ আগাবো।’

ক্যারিবীয় সিরিজের জন্য ওয়ানডে স্কোয়াডে সদস্য সংখ্যা ১৮। প্রধান নির্বাচক জানান, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বড় রাখা হয়েছে দল, ‘স্কোয়াডটা একটু বড় করেছি। করোনা মহামারির কথা মাথায় রেখেই। কে কখন অসুস্থ হয়- এই চিন্তা থেকেই স্কোয়াডটা বড় করেছি।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

বিশাল সংগ্রহের আভাস দিয়ে দ্বিতীয় দিন পার বাংলাদেশের

‘৫’ বলে ওভার গুনলেন আম্পায়ার

রেকর্ড জুটি গড়ে ফিরলেন শান্ত-মুমিনুল

মুমিনুলের সেঞ্চুরি, শান্তর দেড় শতাধিক রানে হাসছে বাংলাদেশ

এক যুগ পর স্বস্তি ফেরালেন তামিম-শান্ত