Scores

নতুন ইনিংস শুরু করলেন মোসাদ্দেক

বিয়ে করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। করোনার কারণে খেলাধুলা বন্ধ থাকায় ক্রিকেটারদের অনাকাঙ্ক্ষিত অলস সময় কাটছে ঘরেই। এরই ফাঁকে স্বাস্থ্যবিধি মেনে মোসাদ্দেক শুরু করলেন জীবনের নতুন ইনিংস।

বিয়ে করলেন মোসাদ্দেক
স্ত্রীর সাথে মোসাদ্দেক হোসেন সৈকত। ছবি : ফেসবুক

২৪ বছর বয়সী এই ক্রিকেটারের সহধর্মিণীর নাম উম্মে তামান্না। মোসাদ্দেকের মত তিনিও ময়মনসিংহের বাসিন্দা। করোনার কারণে বিয়ের আনুষ্ঠানিকতা খুব একটা জমকালো হয়নি। দুই পক্ষের পরিবারের কাছের মানুষদের নিয়ে শুক্রবার (১০ জুলাই) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


মোসাদ্দেকের এটি দ্বিতীয় বিয়ে। ২০১২ সালে খালাতো বোন সামিয়া শারমিনের সাথে বিয়ে হয়েছিল মোসাদ্দেকের। যদিও দ্বিপাক্ষিক টানাপোড়নে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। শারমিনের সাথে বনিবনা না হওয়ার জেরে মামলাও হয়েছিল মোসাদ্দেকের নামে। নারী ও শিশু নির্যাতনের সেই মিথ্যা মামলাও বেশ ভোগান্তি পোহান দেশের শীর্ষস্থানীয় এই ক্রিকেটার। পরে প্রথম স্ত্রীর সাথে তার বিচ্ছেদ ঘটে।

Also Read - ভারতীয় ক্রিকেটেও আঘাত হানল করোনা


মোসাদ্দেক অবশ্য অতীত থেকে শিক্ষা নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ার ব্যাপারে আত্মপ্রত্যয়ী। কয়েকদিন আগে বিডিক্রিকটাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘মানুষের হাতের পাঁচ আঙুল তো সমান নয়। জীবনও সবসময় একরকম থাকে না। সমস্যা সবার জীবনেই থাকে। চলার পথে ভালো সময়-খারাপ সময় আসবেই। এটা খুব স্বাভাবিক। এই জিনিসগুলো নিয়ে খুব বেশি ভাবি না। সবারই উচিৎ অতীত না ভেবে সামনের দিকে তাকানো। কারও ব্যক্তিগত বিষয় তার উপরই ছেড়ে দেওয়া উচিৎ। দিনশেষে আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। সমস্যা আমার, সমাধানও আমাকেই করতে হবে। ‘

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

“টাকার জন্য নয়, নিজেকে প্রমাণের জন্য আইসিএলে গিয়েছিলাম”

সাকিব-তামিম-মুশফিক কেউই আশরাফুলের মত মেধাবী নয় : নাফীস

ফারুক ভাই নির্বাচক থাকায় আমার এক পয়সাও লাভ হয়নি : নাফীস

আমি ৩০ বছর আগেই টি-টোয়েন্টি খেলে ফেলেছি : রফিক

ইউনিসেফের শুভেচ্ছাদূত হচ্ছেন মুশফিক