Scores

নতুন ওয়ানডে স্ট্যাটাস পেল দুই দল; টুইটারে প্রশংসার ঝড়

নামিবিয়ার উইন্ডহকে অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ-২ এ টান টান লড়াই চলছে ৬ দলের মাঝে নতুন ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার জন্য। পাপুয়া নিউগিনি, হংকং, কানাডা, নামিবিয়া, ওমান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে এই লড়াইয়ে নতুন ওয়ানডে স্ট্যাটাস পাবে চার দল।

নতুন ওয়ানডে স্ট্যাটাস পেলো দুই দল, টুইটারে ঝড়ইতিমধ্যে হওয়া ৪ রাউন্ডের খেলা শেষে নিজেদের ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওমান। শেষ রাউন্ডের লড়াইয়ের পর ওয়ানডে স্ট্যাটাস পাবে আরো দু’দল। সেই লড়াইয়ে বর্তমানে এগিয়ে রয়েছে স্বাগতিক নামিবিয়া।

Also Read - সরফরাজরা ফাইনালে উঠতে পারবেন না, দাবি আখতারের

এই আসর থেকে নতুন ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার ফলে মোট ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দলের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৬ থেকে ২০ এ। সেরা ১৬ দলের প্রথম ১৩ দল লড়াই আইসিসি ওয়ানডে লীগে আগামী দু’বছরে। সেখান থেকে প্রথম ৮ দল সরাসরি কোয়ালিফাই করবে আইসিসি বিশ্বকাপে ২০২৩ জন্য, বাকি ৫ দল যাবে আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর বাছাইপর্বে।

অন্যদিকে ১৬ দলের বাকি ৩ দল স্কটল্যান্ড, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের সাথে যোগ দিবে এই আসর থেকে ওয়ানডে স্ট্যাটাস পাওয়া বাকি ৪ দল। এই ৭ দল আগামী আড়াই বছরে খেলবে মোট ৩৬টি ওয়ানডে হোম ও এওয়ে ভিত্তিতে। সেখান থেকে সেরা ৩ দল যোগ দিবে আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর বাছাইপর্বে।

এই আসরের মাধ্যমে আইসিসির লক্ষ্য ছিলো ওয়ানডে খেলায় দল সংখ্যা বাড়ানো ও সহযোগী দেশগুলোর জন্য নিয়মিত খেলার আয়োজন করা। যুক্তরাষ্ট্র ও ওমানের পর দেখার পালা বাকি কোন ২ দল আগামী ২.৫ বছরে নিজেদের জন্য ৩৬টি আন্তর্জাতিক ওয়ানডে খেলার নিশ্চিত সুযোগ তৈরী করে।

যুক্তরাষ্ট্র ও ওমানের ওয়ানডে স্ট্যাটাস পাওয়ায় টুইটারে ভক্তদের মাঝে দেখা গিয়েছে উচ্ছ্বাস। দেখে নিন উল্লেখযোগ্য টুইটসমূহ-


Related Articles

টেস্ট সিরিজের আম্পায়ারদের তালিকা চূড়ান্ত, অভিষেক হচ্ছে সৈকতের

আইসিসির আসর আয়োজনের জন্য এ বছরই লড়বে পিসিবি

দশকসেরা একাদশের ক্যাপ পেলেন সাকিব

‘ফিক্সিংয়ের দেশ’ শ্রীলঙ্কা নিয়ে ইংল্যান্ডকে বাড়তি সতর্কবার্তা আইসিসির

ক্ষমা চাইল অস্ট্রেলিয়া, আইসিসির নিন্দা