
শ্রীলঙ্কা সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং শহীদুল ইসলাম । হাই পারফরম্যান্স স্কোয়াড এবং ঘরোয়া ক্রিকেটে তাদের নজর কাড়া পারফরম্যান্স দেখেই তাদের দলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
নান্নু বলেন, “তারা আমাদের হাই পারফরম্যান্স স্কোয়াডে ছিল এবং যে সংস্করণেই খেলেছে আমাদের মুগ্ধ করেছে। বিশেষ করে, মুকিদুল ও শহীদুল এই মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে নজর কেড়েছে এবং তারা টেস্টের জন্য সম্ভাবনাময়। তাদের তিনজনের বয়সই তাদের পক্ষে আছে এবং তার তিনজন প্রতিভাবানও।”
শরিফুল নিউজিল্যান্ড সফরে গিয়ে টি-২০ খেললেও শহিদুল ও মুকিদুলের আন্তর্জাতিক অভিষেক হয়নি। প্রাথমিক দলেও তারা ডাক পেয়েছেন প্রথমবারের মতো।
২০ বছর বয়সী মুকিদুল এখন পর্যন্ত খেলেছেন ৭ টি প্রথম শ্রেণির ম্যাচ। ২১.৮৪ গড়ে নিয়েছেন ২৬ উইকেট। এবারের মৌসুমের সর্বশেষ ম্যাচে আগুন ঝড়া বোলিং করেছেন তিনি। রংপুরে খুলনা বিভাগের বিপক্ষে দুই ইনিংসে ছয়টি করে বারো উইকেট শিকার করেন। বাঁহাতি পেসার শরীফুল খেলেছেন ৮ টি প্রথম শ্রেণির ম্যাচ। ২২.৫০ গড়ে ২২ উইকেট নিয়েছেন তিনি।
২৬ বছর বয়সী শহীদুল বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও জানেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১ ম্যাচে বল হাতে নিয়েছেন ৭৬ উইকেট। ব্যাট হাত চার অর্ধশতকের পাশাপাশি একটি শতকও হাঁকিয়েছেন।