SCORE

সর্বশেষ

নতুন নিয়মে আইপিএল!

টুর্নামেন্টের মাঝ-সময়ে দল পরিবর্তন করার নিয়ম প্রায়ই দেখা যায় ফুটবল ক্লাব গুলোতে। লা-লিগা, প্রিমিয়ার লিগ গুলোতে। ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ (বিবিএল), রাম-স্ল্যাম টি-টোয়েন্টিতে এই ধরণের নিয়ম থাকলেও প্রথমবারের মতো আইপিএলে এমন পরিবর্তন আনতে যাচ্ছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

নতুন নিয়মে আইপিএল!

মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের এক বৈঠকে এই ব্যাপারে আলোচনা করা হয়।  টুর্নামেন্টে আরো প্লেয়ারকে সুযোগ দিতে এই নিয়ম আনতে যাচ্ছে গভর্নিং কাউন্সিল। মূলত একজন খেলোয়াড় যে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন, যে দলের হয়ে সাত কিংবা তারও বেশি ম্যাচ খেলতে না পারলে চাইলে সেই খেলোয়াড় দল পরিবর্তন পারবেন।

Also Read - রংপুরের বিপক্ষে বাড়তি পরিকল্পনা নেই খুলনার

আইপিএলের অধিকাংশ ম্যাচেই মাঠে নামার সুযোগ পান না ক্রিকেটাররা। টুর্নামেন্টের মাঝ-সময়ে সেই খেলোয়াড়টি দল পরিবর্তন করতে পারবেন যদি কিনা অন্যান্য  তাকে দলে ভেড়াতে ইচ্ছুক হয়। তবে নতুন নিয়মের বিষয়টি এখনো চূড়ান্ত করেনি আইপিএল গভর্নিং কাউন্সিল।

বিসিসিআইয়ের এক সুত্র অনুযায়ী, “অনেক ক্রিকেটারই থাকেন, যারা কিনা খেলার সুযোগ পান না এবং অধিকাংশ সময়ই ডাগ-আউটে বসে থাকতে হয়। একটি ফ্র্যাঞ্চাইজি নিলামে একজন ক্রিকেটারকে দলে নিলে এবং পরবর্তীতে টিম কম্বিনিশনের কারণে খেলাতে না পারলে চাইলে অন্য দলে যেতে পারবে। এই বিষয়ে সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সভায় আলোচনা হয়েছে, অনেকেই এই বিষয়ে সম্মতি প্রকাশ করেছে।”

এছাড়াও আইপিএলের পরের আসরে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছে দুই বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। আইপিএলে ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ করা হয়েছিল এই দুলকে। দুই বছর পর আবারো আইপিএল মাতাতে ফিরছে এই দুই দল। তবে চেন্নাইয়ের ফেরার ব্যাপারে নিশ্চিত হলেও চূড়ান্ত হয়নি রাজস্থানের ফেরার ব্যাপারে।

চেন্নাই ফিরলে পুরনো দলের জার্সি গায়ে ধোনি নামবেন কিনা নামবেন কি সেটি নিয়েও রয়েছে সন্দেহ। আইপিএলের আগামী আসরে বাংলাদেশ থেকে খেলবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তবে কলকাতা সাকিবকে দলে রেখে দিবে কিনা সেটি এখনো ধোঁয়াশাই রয়ে গিয়েছে।

আরো পড়ুনঃ রংপুরের বিপক্ষে বাড়তি পরিকল্পনা নেই খুলনার

Related Articles

আইপিএলে জুয়ার সঙ্গে জড়িত আরবাজ খান!

প্রেসিডেন্টের পরেই স্থান রশিদের!

‘টি-টোয়েন্টি হটাও, টেস্টে মনোযোগ দাও’

পারফরম্যান্স বিবেচনায় সাকিবের মূল্য প্রায় ৯ কোটি!

“আরেক ওভার করলে তো ম্যাচ ওখানেই শেষ!”