Scores

নতুন বিতর্কে শ্রীলঙ্কা, নিষেধাজ্ঞার শঙ্কা

আইসিসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে ‘পাত্তা না পাওয়া’ শ্রীলঙ্কা এবার জন্ম দিয়েছে নতুন এক বিতর্কের। আর এই বিতর্কের কারণে বড় ধরনের শাস্তির সম্মুখীন হতে পারে একবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

নতুন বিতর্কে শ্রীলঙ্কা, নিষেধাজ্ঞার শঙ্কা

আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচ শেষেই দুই দলের প্রতিনিধি আসেন সংবাদ সম্মেলনে, উত্তর দেন সাংবাদিকদের নানা প্রশ্নের। বিশ্বকাপে এটি আইসিসির প্রণীত পরিস্কার নিয়ম। অথচ এবার সেই নিয়ম ভঙ্গ করেছে শ্রীলঙ্কা!

Also Read - আহত করা সেই বোলারকে উপহার দিলেন অনুতপ্ত ওয়ার্নার


শনিবার (১৫ জুন) অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হারা ম্যাচ শেষে নির্ধারিত সংবাদ সম্মেলনে আসেননি কোনো শ্রীলঙ্কান। এ ঘটনায় বিশ্ব ক্রিকেটে জন্ম হয়েছে নতুন বিষয়ের, যা ভাবচ্ছে নিকট ভবিষ্যতে শ্রীলঙ্কার শাস্তিমূলক পরিণতি নিয়েও।

ম্যাচ শেষে প্রথমে সংবাদ সম্মেলনে আসার কথা ছিল শ্রীলঙ্কার কোনো প্রতিনিধিরই। কিন্তু ১৫ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করার পরও সংবাদ সম্মেলন কক্ষে পা রাখেননি দলের কোনো খেলোয়াড়, কোচ কিংবা কর্মকর্তা। পরে জানা যায়, শ্রীলঙ্কা সংবাদ সম্মেলনে কাউকে পাঠাতে চায়নি।

সম্প্রতি আইসিসির বিরুদ্ধে হোটেল, উইকেট ও নেটে অনুশীলন সংক্রান্ত বিষয়ে পক্ষপাতমূলক অভিযোগের আচরণ তুলে শ্রীলঙ্কা। যদিও তাদের সেই অভিযোগ বা দাবি ধোপে টেকেনি। আইসিসি এক বিবৃতিতে উড়িয়ে দেয় লঙ্কানদের এমন অভিযোগ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আশা জাগিয়েও হেরে যাওয়া ম্যাচ শেষে স্বভাবতই মন ভাঙা ছিল শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টের সবার। আইসিসির প্রতি আক্রোশ মিশে সেই ভাঙা মনই তাদের এমন কাণ্ড করিয়ে বসল কি না, প্রশ্ন উঠতেই পারে!

সংবাদ সম্মেলনে পাঠানোর আবশ্যক নিয়ম ভেঙে শ্রীলঙ্কা শাস্তির মুখোমুখি হতে পারে। সেক্ষেত্রে নিষেধাজ্ঞার মত শাস্তি পাওয়ার শঙ্কাও রয়েছে!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

জুনেও বাংলাদেশ সফরে আসছে না অস্ট্রেলিয়া!

গিলক্রিস্টের কাছে ভক্তের খোলা চিঠি

বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ চলতি মাসেই

সরে দাঁড়ালেন ওয়ার্নার

মদের পরিবর্তে স্যানিটাইজার উৎপাদন করছেন শেন ওয়ার্ন