Scores

নতুন রূপে হোম অব ক্রিকেট

নতুন রূপে হোম অব ক্রিকেট

সবকিছু ঠিকঠাক থাকলে সময় মতো মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। দুই দলের মধ্যে সিরিজটি মিরপুরের পর্ব দিয়েই আরম্ভ হবে।

আগামী ১৮ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা রয়েছে স্মিথ বাহিনীদের। ২৭ আগস্ট মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।

Also Read - 'ঘরের মাঠের সুবিধা নিতে শিখেছে বাংলাদেশ'


বেশ কিছুদিন আগে ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামের সংস্কার কাজ করলেও সেটি এখন পুরো সম্পূর্ণ হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উন্নত করা হয়েছে ড্রেনেজ ব্যবস্থাও।

শেরে-ই-বাংলা স্টেডিয়ামের পিস কিউরেটর গামিনি সিলভা বলেন, “বৃষ্টি হওয়ার পরেও মাঠে পানি জমলে সেটি দ্রুত নিস্কাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃষ্টি থামার ১০-১৫ মিনিটের মধ্যেই মাঠ পুরোদমে খেলার উপযোগী করা যাবে।”

“এমনকি একটানা বৃষ্টির হলেও সেটি কোন প্রভাব ফেলবে না। গত বেশ কিছুদিন টানা বৃষ্টি হয়েছিলো। বৃষ্টি থামার ১০-১৫ মিনিটের মাঝেই আমরা আবার খেলার উপযুক্ত করে তুলেছি। বর্তমানে মিরপুরের ড্রেনেজ ব্যবস্থা আগের চেয়ে আরো বেশি উন্নত করা হয়েছে।”

তিনি আরো যোগ করেন, “আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য মাঠ এবং পিচের সকল ধরনের কাজ সম্পন্ন হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে যেই লক্ষ্যটা ছিল, সেটি আমরা সম্পন্ন করতে পেরেছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

রাহী-মেহেদির বোলিং তোপে দিশেহারা আফগানরা

বোলিংয়ের জন্য প্রস্তুত রিয়াদ

শ্রীলঙ্কা সিরিজে ডাক পেলেন শফিউল

নির্বাচক হিসেবে নিজেদের সফল মনে করেন নান্নু

নির্বাচক প্যানেলে আসছে পরিবর্তন!