Scores

নতুন রেকর্ডের সামনে সাকিব-তামিম ও মুশফিক

আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে ম্যাচ গড়াইলেই নতুন রেকর্ড গড়বেন বাংলাদেশ ক্রিকেটের তিন রত্ন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এ ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসের কোন দলের তিন ক্রিকেটার টানা ২৮টি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন এ তিন ক্রিকেটার।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ক্রিকেটারের অভিষেক তিন সময়ে। এ তিন ক্রিকেটারের মধ্যে সবার আগে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। তারপরে সাকিব আল হাসান ও সবার শেষে তামিম ইকবালের। তবে এ তিন ক্রিকেটারের আন্তর্জাতিক অঙ্গনে একসাথে পথচলা শুরু হয়েছিল ২০০৭ বিশ্বকাপের মধ্য দিয়ে। ভারতের বিপক্ষে ম্যাচে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এ তিন ক্রিকেটার।

Also Read - স্টেডিয়ামের বাইরে পাকিস্তান-আফগানিস্তান সমর্থকদের ধস্তাধস্তি


সে বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল ভারতকে হারানো। আর সেই ম্যাচে ফিফটি হাঁকিয়েছিলেন এ তিন ক্রিকেটারই। সেবার তো দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন মুশফিক। এই পর্যন্ত এ তিন ক্রিকেটারের চতুর্থ বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে এসে নতুন রেকর্ড তৈরি করতে যাচ্ছেন তামিম-সাকিব ও মুশফিক।

বিশ্বকাপ ইতিহাসের কোন দলের প্রথম কোন তিন ক্রিকেটার একটানা ২৮ ম্যাচ খেলবেন তারা। রেকর্ডটি গড়া হতো আগেই। যদি না ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়া কিংবা ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি পণ্ড না হতো। ২০০৭ বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত একটানা ২৭টি ম্যাচ খেলেছেন এ তিন ক্রিকেটার।

২ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে নামলেই এই রেকর্ড নিজেদের নামে করে নিবেন সাকিব তামিম ও মুশফিক। বিশ্বকাপ ইতিহাসের টানা সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে আরও দুইটি।

আর সেই দুইটিই শ্রীলঙ্কার। ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত একটানা ২৭টি ম্যাচ খেলেছেন জয়াসুরিয়া-ভাস ও মুত্তিয়া মুরালিধরন এবং ২০০৭ থেকে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত একটানা ২৭টি খেলেছেন শ্রীলঙ্কার সাঙ্গাকারা-জয়াবর্ধনে ও দিলশান।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ডে মনোনিত সাকিবের ইনিংস

বিশ্বকাপ ফাইনালে ধৈর্যশীলতা দেখানোর পুরস্কার জিতল কিউইরা

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি