
সফরকারী বাংলাদেশ ‘এ’ দল ও স্বাগতিক আয়ারল্যান্ড উলভসের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বুধবার বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর উভয় দলের সর্বসম্মতিতে তা আবারও আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। এর ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃহস্পতিবার ফের আয়োজন করতে যাচ্ছে স্বাগতিক ক্রিকেট বোর্ড।
দু’দলের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি নতুন সূচিতে নতুন মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ক্রিকেট বোর্ড। যার ফলে দু’দলের মধ্যকার বৃহস্পতিবারের লড়াইটি অনুষ্ঠিত হবে মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে।
নতুন সূচিতে ম্যাচ আয়োজনের ফলে পরপর দু’দিন অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি। তাই এগিয়ে আনা হয়েছে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের শুরুর সময়। ম্যাচটি আগামীকাল স্থানীয় সময় দুপুর ১টায় যা বাংলাদেশ সময়ানুযায়ী শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বুধবারের দ্বিতীয় টি-টোয়েন্টি’টি পরিত্যক্ত ঘোষণার কয়েক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ম্যাচটি আবারও আয়োজন করা হবে বলে নিশ্চিত করে ক্রিকেট আয়ারল্যান্ড।
“বাংলাদেশ ‘এ’ ও আয়ারল্যান্ড উলভস ভেসে যাওয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি সর্বসম্মতিক্রমে নতুন সূচিতে খেলতে রাজি হয়েছে। নতুন সূচিতে ম্যাচটি আগামীকাল বেলা ১টা থেকে মালাহাইডে অনুষ্ঠিত হবে।”
NEWS: Ireland Wolves and Bangladesh A have agreed to re-schedule today’s washed out match. The new fixture will be played tomorrow at @MalahideCC starting at 1pm. #BackingGreen pic.twitter.com/QQlOaGo8on
— Cricket Ireland (@Irelandcricket) August 15, 2018
নতুন সূচিতে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাওয়ার ফলে এক ম্যাচ হাতে রেখে আগামীকালই সিরিজটি নিজেদের করে নেওয়ার সুযোগ পাচ্ছে সৌম্য সরকার-মুমিনুল হকরা।
প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর অধিনায়ক সৌম্য, নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন ধ্রুব’র ব্যাটিং নৈপূণ্যে ১২ বল হাতে রেখেই ৪ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।
আরও পড়ুনঃ বিপিএলে থাকছে না একাধিক তারকা ক্রিকেটার!