Scores

নমুনা দিলেন মিঠুন, দ্বিতীয় দিনের সব পরীক্ষার ফল ‘নেগেটিভ’

বাংলাদেশ দলের ক্রিকেটারদের ক’রোনা সংক্রমণের ঝুঁকি থেকে মুক্ত রাখতে শ্রীলঙ্কা সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুর আগেই ক’রোনা পরীক্ষা করাচ্ছে বিসিবি। প্রথম দফা পরীক্ষার দ্বিতীয় দিনে যাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল, তাদের কারও দেহেই ছোঁয়াচে ভাইরাসটির উপস্থিতি মেলেনি। 

নমুনা দিলেন মিঠুন, দ্বিতীয় দিনের সব পরীক্ষার ফল 'নেগেটিভ'

নমুনা সংগ্রহের প্রথম দিন, গত ৭ সেপ্টেম্বর মোট ১৭ জন ক্রিকেটার ও ৭ জন সাপোর্ট স্টাফের নমুনা সংগ্রহ করা হয়। তাতে ১ জন ক্রিকেটার (ওপেনার সাইফ হাসান) ও ১ জন সাপোর্ট স্টাফের (ট্রেনার নিকোলাস ট্রেভর লি) দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়, যার মধ্যে ট্রেভর লি দ্বিতীয়বার পজিটিভ হিসেবে শনাক্ত হন।

Also Read - অবসর ভেঙে ফিরছেন যুবরাজ


মিরপুরে অনুশীলন করছিলেন বা করাচ্ছিলেন যারা, তাদের মধ্য থেকে ক’রোনা শনাক্ত হওয়ায় স্বভাবতই আতঙ্কের সৃষ্টি হয়। তবে স্বস্তির বিষয় হল, দ্বিতীয় দিন যে কয়জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল তাদের কারও নমুনাতে ক’রোনার উপস্থিতি পাওয়া যায়নি। অর্থাৎ, তাদের প্রত্যেকেই সুস্থ ও নিরাপদে রয়েছেন।

৮ সেপ্টেম্বর ৮ জন সাপোর্ট স্টাফের নমুনা সংগ্রহ করা হয়। তাদের নমুনা পরীক্ষার ফল প্রকাশ করা হয় বুধবার (৯ সেপ্টেম্বর)। প্রকাশিত নমুনা পরীক্ষার ফলাফলে সবারই ‘নেগেটিভ’ সনদ এসেছে।

এদিকে প্রথম দফা ক’রোনার পরীক্ষার নমুনা সংগ্রহের তৃতীয় দিনে এদিন নমুনা দিয়েছেন জাতীয় দলের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও পেস বোলিং কোচ ওটিস গিবসন। তাতের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যাবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)। ক্রিকেটার ও কোচদের মধ্যে যারা মোট ৪টি টেস্টে ‘নেগেটিভ’ হিসেবে চিহ্নিত হবেন, তারাই যেতে পারবেন শ্রীলঙ্কা সফরে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

সাদা বলে বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজ : গিবসন

শ্রীলঙ্কা সিরিজে ছুটিতে থাকবেন গিবসন

গিবসনের সাথে দেশি কোচদের পার্থক্য দেখেন না হাসান

সামনের ম্যাচগুলোতে আরও ‘ইনসুইং’ করতে দেখা যাবে মুস্তাফিজকে : গিবসন

হাসানের পারফরম্যান্সে অবাক হননি গিবসন