Scores

নাঈমকে পেছনে ফেলে পাকিস্তানকে জেতালেন নাসিম

টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। করাচি টেস্টে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে দলটি জিতেছে দুই ম্যাচের সিরিজটিও। চ্যাম্পিয়নশিপে এটি ছিল পাকিস্তানের চতুর্থ ম্যাচ।

নাঈমকে পেছনে ফেলে পাকিস্তানকে জেতালেন নাসিম

পাকিস্তানের ২৬৩ রানের জয়ে বড় অবদান তরুণ পেসার নাসিম শাহর। বিস্ময় জাগানো আলোচিত এই পেসার লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন ৫টি উইকেট। নতুন রেকর্ড গড়ে তিনি পেছনে ফেলেছেন বাংলাদেশের স্পিনার নাঈম হাসানকে।

Also Read - ফক্স স্পোর্টসের দশক সেরা ওয়ানডে দলে সাকিবটেস্টে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট শিকারের কীর্তির তালিকায় নাম আছে নাঈমের, যা বাংলাদেশের হয়ে রেকর্ড। ২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৫ উইকেট শিকার করার দিনে নাঈমের বয়স ছিল ১৭ বছর ৩৫৬ দিন। নাসিম শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট শিকার করলেন ১৬ বছর ৩১১ দিনে। ফলে দারুণ এই রেকর্ডের তালিকায় নাঈমকে এক ধাপ পিছিয়ে যেতে হল।

নাঈম অবশ্য অভিষেকে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট শিকারের রেকর্ডধারী। এদিক থেকে নাসিমও অনন্য এক রেকর্ডের মালিক। সবচেয়ে কম বয়সী পেসার হিসেবে টেস্টে ৫ উইকেট শিকার করেছেন তিনি।

নাসিমের রেকর্ড গড়ার দিনে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ২১২ রানে। ৭ উইকেটে ২১২ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করা সফরকারীরা স্কোরবোর্ডে আর কোনো রানই যোগ করতে পারেনি। নাসিম ৫ উইকেট শিকার করেন ৩১ রানের খরচায়।

ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন আবিদ আলী।

সংক্ষিপ্ত স্কোর 

পাকিস্তান ১ম ইনিংস- ১৯১
আসাদ ৬৩, বাবর ৬০, আবিদ ৩৮
কুমারা ৪৯/৪, এম্বুলদেনিয়া ৭১/৪

শ্রীলঙ্কা ১ম ইনিংস- ২৭১
চান্দিমাল ৭৪, পেরেরা ৪৮
শাহীন ৭৭/৫, আব্বাস ৫৫/৪

পাকিস্তান ২য় ইনিংস- ৫৫৫/৩
আবিদ ১৭৪, মাসুদ ১৩৫, আজহার ১১৮, বাবর ১০০*
কুমারা ১৩৯/২, এম্বুলদেনিয়া ১৯৩/১

শ্রীলঙ্কা ২য় ইনিংস- ২১২
ফার্নান্দো ১০২, ডিকওয়েলা ৬৫
নাসিম ৩১/৫, ইয়াসির ৮৪/২

ফল: পাকিস্তান ২৬৩ রানে জয়ী। 

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম-মুমিনুলদের জন্যই পাকিস্তান দলে পরিবর্তন

আইসিসিকে বুড়ো আঙুল দেখিয়ে ইংল্যান্ডের জয়

অসম্ভবের পেছনে ছুটছে দক্ষিণ আফ্রিকা

নিউজিল্যান্ডকে ধবলধোলাইয়ের লজ্জায় ডুবাল অস্ট্রেলিয়া