Scores

নাঈম অনেক সাহসীঃ সাকিব

অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট শিকার করেছেন বাংলাদেশ দলের অফস্পিনার নাঈম হাসান। সেই সাথে রেকর্ডের পাতায়ও নাম লিখিয়েছেন এই তরুণ বোলার। তার এমন পারফরম্যান্সে তাকে সাহসী আখ্যা দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। সেই সাথে তাইজুলেরও প্রশংসা করেন সাকিব।

নাঈম অনেক সাহসীঃ সাকিব

বাংলাদেশ ক্রিকেটে তরুণদের অভিষেকটা দারুণ হয়। সেটা ওয়ানডে হোক কিংবা টেস্টে। মুস্তাফিজ, তাসকিনের অভিষেকও দারুণ হয়েছিলো ওয়ানডেতে। মেহেদী হাসান মিরাজের অভিষেকও কম কীসের! সর্বশেষ নাঈম হাসানও জ্বলে উঠলেন অভিষেক ম্যাচে। উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে চার স্পিনার নিয়ে খেলানোর প্রসঙ্গ উঠাতে বুঝাই গিয়েছিলো অভিষেক হতে চলেছে নাঈমের। নিজের অভিষেক টেস্টটাও বেশ স্মরণীয় করে রেখেছেন ১৭ বছর বয়সী এই স্পিনার।

উইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নেন নাঈম। যদিও দ্বিতীয় ইনিংসে পাননি কোন উইকেট। তবে নাঈমে মুগ্ধ দলের অধিনায়ক সাকিব। তবে ভবিষ্যতে যে আরও অনেক কিছু শিখতে হবে সেটাও জানিয়ে রাখলেন সাকিব।

Also Read - কেন টেস্ট ক্রিকেটে দর্শকরা এত অনাগ্রহী?


“অভিষেক ম্যাচ হিসেবে নাঈম অসাধারণ বল করেছে আমার মনে হয়। কারণ আজকের তুলনায় গতকাল উইকেটে স্পিনারদের জন্য হেল্প একটু কম ছিল। সেখানে সে এত ভালো বোলিং করেছে। আমি মনে করি ওর খুবই ভালো ভবিষ্যৎ রয়েছে কিন্তু একই সময়ে ওকে আরও অনেক কিছু শিখতে হতে পারে। আমার মনে হয় ম্যাচের সাথে নাঈম আরও অনেক কিছু শিখবে। সবথেকে ভালো জিনিস আমার দেখে মনে হয়েছে, ও খুব সাহসী।”

নাঈম দ্বিতীয় ইনিংসে জ্বলে না উঠলেও, জ্বলে উঠেছেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে মাত্র এক উইকেট পাওয়া তাইজুল দ্বিতীয় ইনিংসে এসে পেয়েছেন ৬ উইকেট। সেই সাথে ৬ টেস্টে ৪০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি যা কিনা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। সাকিবের আশা দ্বিতীয় টেস্টে ১০ উইকেট পাবেন তাইজুল।

“ওর সবথেকে ভালো জিনিস হচ্ছে, ওর বোলিং নিয়ে কঠিন পরিশ্রম করে। যদিও প্রথম ইনিংসে একটি উইকেট পেয়েছিলো সে, কিন্তু ড্রেসিংরুমে আমরা সবাই কিন্তু তার প্রশংসা করেছি। এটাও বলেছি, ওই (তাইজুল) প্রথম ইনিংসে বেস্ট বোলার। অনেক সময় হয় এমন, একটা বোলার খুব ভালো বোলিং করেছেন কিন্তু উইকেট পেলো না। ঐ ছোটছোট ব্যাপারগুলো জানি এবং আমাদের টিম ম্যানেজমেন্ট, ক্রিকেটাররাও জানে। আমি আশা করছি পরের টেস্টেও সে দুই ইনিংসে ১০ উইকেট পাবে (হাসি)।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

গল টেস্টে ধুঁকছে নিউজিল্যান্ড

বিশ্বকাপের পারফরম্যান্সের রিপোর্ট এখনও পায়নি বিসিবি

একই দলে খেলবেন কোহলি-সাকিব-মালিঙ্গা-আমির!

পোলার্ডকে আইসিসির জরিমানা

অবসরের সিদ্ধান্ত মাশরাফির উপরই ছেড়ে দিল বিসিবি