Scores

নাঈম হাসানকে ভালোই চেনেন হাথুরুসিংহে!

বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে চন্ডিকা হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার কোচ। নিজ থেকে অব্যাহতির পর শ্রীলঙ্কার প্রথম টাস্কই ছিল বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের নাড়িনক্ষত্র হাথুরুসিংহে ভালোই জানেন, আর সেই সুবিধা কাজে লাগিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়নও হয়েছে শ্রীলঙ্কা।

নাঈম হাসানকে ভালোই চেনেন হাথুরুসিংহে!

ত্রিদেশীয় সিরিজ শেষে এবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক লড়াই। দলের সব ক্রিকেটারই হাথুরুসিংহের ‘সদ্য সাবেক’ শিষ্য। তবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া নাঈম হাসানকে হয়ত চেনেন না হাথুরুসিংহে- এমন ভাবনা ছিল সবার। তবে অবাক করা ব্যাপার, এই নাঈম হাসানকেও বেশ ভালোভাবে চেনেন হাথুরুসিংহে!

Also Read - শ্রীলঙ্কা সিরিজেও টাইটেল স্পন্সর 'রকেট'


অস্ট্রেলিয়া সিরিজের আগে হাথুরুসিংহের ক্যাম্পে ডাক পেয়েছিলেন কয়েকজন তরুণ। এদের মধ্যে ছিলেন নাঈম হাসানও। তখন তাকে বাজিয়ে দেখা হয়ে গেছে হাথুরুর। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে নাঈম বলেন, ‘তখন উনি (হাথুরু) বলেছিলেন, এখন যা আছে সবই ঠিক আছে। চেষ্টা করবে নিজেকে প্রতিদিন একটু হলেও উন্নতি করার। আজকে একটু করবে, কালকে একটু করবে। স্পেসিফিক কিছু বলেননি।’

চট্টগ্রাম টেস্টে সুযোগ পেলে নিজের শতভাগ দেওয়ার প্রত্যাশা নাঈমের। সেই সাথে জানালেন নিজের শক্তির জায়গাও। নাঈম বলেন, ‘ইনশাল্লাহ। টেস্টে সুযোগ পেলে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করব। আমি বাউন্সটা ভালো পাই। বাংলাদেশের উইকেটে টার্ন এমনিতেই পাওয়া যায়। উইকেট বুঝে বল করতে হবে। বাড়তি বাউন্স পাওয়া আমার সবচেয়ে শক্তি।’

এর আগে অস্ট্রেলিয়া ক্যাম্পেও তিনি পেয়েছিলেন সিনিয়রদের সান্নিধ্য। তবে এবার সেটি পাচ্ছেন দলের প্রধান অংশ হিসেবেই, তাই অনুভূতিও অন্যরকম, ‘তখন একরকম ছিল, এখন ফিলিংসটা অন্যরকম। সবাই অনেক হেল্পফুল। তখনও সবাই হেল্পফুল ছিল, এখন সবাই অভিনন্দন জানিয়েছে। তখন তো শুধু দলের সঙ্গে ছিলাম।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনেক স্মৃতি আছে নাঈমের। জন্মস্থানও চট্টগ্রাম, তাই এই মাঠ তার জন্য বিশেষ কিছু। এখানে তাই ভালো শুরু করতে চান নাঈম, ‘এই মাঠে এনসিএল, বিসিএল, বিপিএল সব ডেব্যু হয়েছে আমার। সুযোগ পেলে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করব। উইকেট পাওয়া তো কপালের ওপর। সেটা পাব কি না জানি না। তবে আমি চেষ্টা করব আমার যে ভ্যারিয়েশন, শক্তির জায়গা আছে তা কাজে লাগানোর।’

আরও পড়ুনঃ অথচ উচ্চতার কারণে পেস ছেড়ে স্পিন ধরেছিলেন নাঈম!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

কোন দিকে যাবেন বুঝতে পারছেন না মোসাদ্দেক!

নেতৃত্ব না দিতে হলেই ভালো সাকিবের

দিনভর বৃষ্টিও বাঁচাতে পারল না বাংলাদেশকে

বাংলাদেশ দলকে একহাত নিলেন শামীম চৌধুরী

এবার মুখের কথায়ও আফগানদের হুংকার!