SCORE

সর্বশেষ

নাগিন উদযাপনের কারণ ব্যাখ্যা মুশফিকের

শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠেয় নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। নিজেদের সেরা ২১৫ রান তাড়া করেছে দল। লঙ্কানদের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন মুশফিকুর রহিম। তাঁর অপরাজিত ৩৫ বলে ৭২ রানের নৈপুণ্যে জয় পায় বাংলাদেশ।

অবশ্য এবার নিজেই ক্রিজে ছিলেন ম্যাচের শেষ অব্দি। লঙ্কানদের বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জিতে মাঠে নাগিন ডান্স দিয়ে উদযাপন করেন এই ঐতিহাসিক জয়টি। মুশফিকের এই তাৎক্ষনিক ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তাঁর এই উদযাপন বেশ জনপ্রিয়তা পায় মানুষের কাছে।

Also Read - মাথায় গুরুতর আঘাত পেলেন জনসন

নিজের দেশের সমর্থকদের পাশাপাশি মুশফিকের উদযাপনের ভূয়সী প্রশংসা করেন নিদাহাস ট্রফি কভার করতে যাওয়া ভারতীয় সাংবাদিকরা। ম্যাচের পরেরদিন মুশফিক থেকে এমন উদযাপনের কারণ না জানা গেলেও গতকাল অনুশীলন শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেন তিনি। এটিকে শুধুমাত্র সাধারণ উদযাপন হিসেবে দাবি করেন মুশফিক।

“তেমন কিছুই না। শুধু সাধারণ একটা উদযাপন। হয়ত সবার ভালো লেগেছে। এজন্য আলোচনা হচ্ছে। দল জিতেছে, এটাই সবচেয়ে বড় কথা। পরিকল্পনা করে করিনি। পূর্ব পরিকল্পিত কিছু ছিল না। এটায় আসলে ফুটে ওঠে একটা জয় আমরা কতটা তীব্রভাবে চাইছিলাম।”

টানা হারের পর বহু আকাঙ্ক্ষিত জয় পেয়েছে বাংলাদেশ সেটিও মুশফিক, লিটনদের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে। মুশফিক জানান এই জয়ের খোঁজে ছিল এতদিন বাংলাদেশ। দলের আত্মবিশ্বাস ফিরে পেতে একটা জয়ের দরকার ছিল। আর জয়ের জন্য তাঁদেরকে করতে হয়েছে কঠোর পরিশ্রম। দীর্ঘ দিনের কষ্টের ফল পাওয়াতে বেশ খুশি মুশফিক।

“লোকে তো শুধু ম্যাচের ফলটাই দেখে। অনুশীলনের কঠিন পরিশ্রম দেখে না। গত কয়েক মাস হয়ত আমরা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমরা যে কত কষ্ট করছিলাম, এটা আমরা জানি। তো এত কষ্টের পর ফলটা যখন পাওয়া যায়, অবশ্যই খুব ভালো লাগে।”

আরও পড়ুনঃ  কালো ব্যাজ পরে মাঠে নামবেন ক্রিকেটাররা

Related Articles

রুবেল হোসেনের সমস্যা কোথায়?

নিদাহাস ট্রফি থেকে ৪৮২ শতাংশ লাভ!

অসুস্থ রুবেল, দোয়া চাইলেন সবার কাছে

যেখান থেকে শুরু ‘নাগিন ড্যান্স’ উদযাপনের

‘খারাপ করছি দেখেই বেশি চোখে পড়ছে’