Scores

অপুর হাতে ২৫ সেলাই!

উইন্ডিজদের মাটিতে গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। কিন্তু শেষ টি-টোয়েন্টিতে হাতে চোট পেয়েছেন বাঁহাতি স্পিনার নাজমুল হোসেন অপু। গুরুতর মনে না হলেও ২৫টি সেলাই লেগেছে বলেই খবর পাওয়া গিয়েছে।

নাজমুল অপুর হাতে সেলাই লাগল ২৫টি!

সবাই সিরিজ জয়ের আনন্দে মাতলেও হাসপাতালে দৌড়েছেন অপু। ফ্লোরিডায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের ৫ নম্বর ওভারে বল করতে এসে তিন নম্বর বলে মারলন স্যামুয়েলস এর মুখোমুখি হন তিনি। তাঁর করা বলে হালকা ডিফেন্স করা বল মিড অনের দিকে যেতে চাইলে ঝাঁপিয়ে পড়ে বল বাঁচানোর চেষ্টা করেন তিনি। রান নিতে চেষ্টা করতে থাকা ওয়ালটন আবার ক্রিজে ফেরার চেষ্টা করেন।

Also Read - টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: রেটিং বাড়ল বাংলাদেশের


দুর্ভাগ্যক্রমে অপুর হাতের উপর পা পড়ে নন স্ট্রাইকিং প্রান্তে থাকে চ্যাডউইক ওয়ালটনের। জুতার নিচে থাকা স্টীলের স্পাইকের আঘাত পান অপু। সাথে সাথেই তাঁকে নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অপুর সেই ওভার শেষ করেন সিমিং অলরাউন্ডার সৌম্য সরকার। তারপর আরও দুই ওভার বল করেন তিনি।

দ্বিতীয় ম্যাচে দারুণ বল করেন অপু। শেষ ওভারে ১৫ রান ডিফেন্ড করতে এসে তুলে নেন দুই উইকেট আর খরচ করেন মাত্র দুই রান। জয় পাওয়া ম্যাচের অন্যতম নায়ক ছিলেন নাজমুল ইসলাম অপু, পেয়েছিলেন ৩ উইকেট। তিনি হয়ত হতে পারতেন শেষ ম্যাচ জয়ের পার্শ্বনায়ক। তবে স্পিন নির্ভর উইকেটে মাত্র ৩ বল করেই মাঠ ছাড়তে হয় অপুকে।

সোমবার (৬ আগস্ট) সংবাদ মাধ্যমকে মাত্রই শেষ হওয়া সিরিজে টাইগার ম্যানেজার রাবিদ ইমাম অপুর হাতের অবস্থা জানাতে যেয়ে জানান, ‘অপুর হাতে ২৫টি সেলাই লেগেছে। ১০-১২ দিন পরে ওর সেলাই খোলা হবে। এরপর আমরা করণীয় ঠিক করবো।’

আরো পড়ুনঃ লিটনের ক্যারিয়ার সেরা রেটিং, র‍্যাঙ্কিংয়ে সাকিব-তামিমের

উইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে সোমবার হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতির দেখা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা…

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

পেস বোলিংয়ে ‘অনাগ্রহ’; ওয়ালশের আক্ষেপ নেই

মাশরাফিই ছিলেন নেপথ্যের কারিগর

সিদ্ধান্ত সাকিবের উপরেই ছেড়ে দিল বিসিবি

নিজেদের ব্যর্থতার দায় বোর্ডের উপর চাপাচ্ছেন না রাব্বি

উইন্ডিজে কোচের নজর কেড়েছেন যারা