Scores

নান্নুর কাছে সবচেয়ে ‘কঠিন সিরিজ’

নির্বাচক হিসেবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজটিই হতে যাচ্ছে মিনহাজুল আবেদিন নান্নুর সবচেয়ে কঠিন সিরিজ। কারণটা আর কিছু নয়- একইসাথে অনেক ক্রিকেটারের ইনজুরি।

নান্নুর কাছে সবচেয়ে ‘কঠিন সিরিজ’

পঞ্চপাণ্ডব খ্যাত সিনিয়র পাঁচ ক্রিকেটারই ইনজুরিতে। ছোটোখাটো চোট সমস্যা রয়েছে আরও ৭-৮ জন ক্রিকেটারের। তার মধ্যে জিম্বাবুয়ে সম্প্রতি খেলছেও ভালো। ঘরের মাঠে অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের কাছে না সম্মান হারানো যায়, ভয় তো সেটিও।

দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালের কণ্ঠকে নান্নু বলেন, স্বাভাবিক কারণেই এটি আমার জন্য কঠিন সিরিজ হতে চলেছে।’

Also Read - আনুশকাকে নিয়ে বিড়ম্বনায় ভারতের ক্রিকেট অঙ্গন


নান্নু ব্যাখ্যা করেছেন এর কারণটিও; যেখানে দলের ত্রাতা তথা সিনিয়রদের ইনজুরির পাশাপাশি হিসেবে রয়েছে বাংলাদেশ সফরে আসা জিম্বাবুয়ের ভালো ফর্ম, বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার চোটে পড়েছেতার ওপর খেলা দেশের মাটিতেযাদের সঙ্গে খেলা, সেই জিম্বাবুয়ে তাদের সবশেষ শ্রীলঙ্কা সফরেও খুব ভালো খেলে গেছেসেটিও মাথায় রাখতে হচ্ছে আমাদের।’

আরেক নির্বাচক আকরাম খান কদিন আগে জানিয়েছিলেন, সিনিয়রদের ঘাটতি পুষাতে জুনিয়ররা এই সিরিজে সুযোগ পাবেন বেশি। প্রধান নির্বাচক জানালেন, যাদের পাওয়া যাবে তাদের দিয়েই গড়া হবে সম্ভাব্য সেরা দল। কারণ জিম্বাবুয়েকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তারা।

নান্নু বলেন, জিম্বাবুয়েকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেইএই সিরিজ সামনে রেখে যাদের পাওয়া যাবে, তাদের নিয়েই সম্ভাব্য সেরা দল সাজাতে হবে।’

তিনি আরও বলেন, দুজন তো এরই মধ্যে নেইসাকিব আল হাসান ও তামিম ইকবালকে পাওয়া যাচ্ছে নাওদের চিন্তা বাদ দিয়েই দল সাজাতে হবে আমাদের।’

এশিয়া কাপ শেষে আলোচনা শোনা গিয়েছিল দলের সিনিয়র কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে। এবার তো তারা ইনজুরিরই সম্মুখীন। এ প্রসঙ্গে নান্নুর ভাষ্য, ফিট থাকলে খেলতে হবেঅন্যান্য দেশের খেলোয়াড়রা কি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে না? খেলছে তোওরাও বিশ্রাম নেয়আমাদের খেলোয়াড়রাও এশিয়া কাপের পর বিশ্রাম পেয়েছে।’

আরও পড়ুন: টেস্ট পরিকল্পনায় সৌম্য-মিঠুনরা!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

মাশরাফি-তামিমকে ছাড়াই সিলেট গেল টাইগাররা

যুব বিশ্বকাপ থেকে জাতীয় দলে ডাক পেলেন প্রতিভাবান যুবা

‘৫’ পরিবর্তন এনে জিম্বাবুয়ের ওয়ানডে দল ঘোষণা

বাংলাদেশের হাতে ‘মোমেন্টাম’ তুলে দিয়েছে, দাবি জিম্বাবুয়ের

নাঈমকে নিয়ে মুমিনুলের ‘অনুরোধ’