Scores

নারাইন নিজেই জানালেন তার দলে না থাকার কারণ

বুধবার বার্বাডোসের স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে উইন্ডিজের বিশ্বকাপ দল ঘোষণা করা। আলোচনায় থাকলেও সেই দলে নেই সুনীল নারাইন। আন্তর্জাতিক ক্রিকেটে উইন্ডিজের প্রতিনিধিত্ব করতে না পারাটা এখনো পোড়ায় তাকে। তিনি নিজেই জানিয়েছেন তার দলে না থাকার কারণ।

সুনিল নারিন

সর্বশেষ ২০১৭ সালে উইন্ডিজের জার্সিতে মাঠে নেমেছিলেন ডানহাতি স্পিনার নারাইন। ক্রিকেট দুনিয়ায় স্পিনার হিসেবে আবির্ভাব হলেও, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময় পুরোদস্তুর ওপেনার বনে গিয়েছেন তিনি। আলোচনায় ছিলেন এবার উইন্ডিজের বিশ্বকাপ দলে ফেরা নিয়ে। তবে বুধবার ঘোষিত দলে দেখা যায়নি তাকে।

নির্বাচকরা তাকে বিবেচনায় আনায় উচ্ছ্বাস দেখা যায় নারাইনের মুখে, ‘আমি সত্যিই খুব খুশি যে নির্বাচকরা আমাকে বিবেচনা করেছিল। এটা প্রমাণ করে যে তারা আমাকে এখনো বিশ্বাস করে। আমি দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি তবুও তারা আমাকে আবার ফেরাতে চাচ্ছিল। তাদের সাথে আলোচনা করাটা ভালো ছিল এবং আমার মনে হয়েছে আমরা সবাই একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’

Also Read - বল পকেটে, ভুলে গিয়ে খুঁজছেন আম্পায়ার!


তবে চূড়ান্ত দলে না থাকার কারণ নারাইনের আঙুলের চোট বলে জানিয়েছেন তিনি, ‘আমার মনে হয়, আমার আঙুল এখনো ওয়ানডে ম্যাচ খেলার মতো প্রস্তুত হয়নি। আমি এখন টি-টোয়েন্টি ম্যাচ চালিয়ে যেতে পারি যেখানে মাত্র ৪ ওভার বোলিং করতে হয়। তবে এটাও খুব সহজ নয়। সেক্ষেত্রেও আমাকে ফিজিওর সাহায্য নিতে হয়। এটাই আমাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রেখেছে।’

এখনো ক্যারিবিয়ান ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে থাকা নারাইন বলেন, ‘বিশ্বকাপে খেলতে পারলে সেটা দারুণ হতো। আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলা এবং উইন্ডিজের প্রতিনিধিত্ব করাটা মিস করব। এটা হৃদয়বিদারক। একসময় আমি আমার সবটা উজাড় করে দিতাম দলের জন্য। আবারো উইন্ডিজের জয়ে অবদান রাখতে চাই।’

উইন্ডিজের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ৩১ মে। নিজেদের প্রথম ম্যাচে নটিংহ্যামে পাকিস্তানের বিপক্ষে লড়বে গেইল-রাসেলরা।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


Related Articles

আইসিসির সুপার ওভারের নিয়ম নিয়ে মুখ খুললেন শচীন

বাংলাদেশের কাছ থেকেই সফলতার মূলমন্ত্র পেয়েছিলেন স্টোকস

নিয়মই জানতেন না উইলিয়ামসন!

“বিশ্বকাপ ট্রফি দুইদলকে ভাগ করে দেয়া উচিত ছিল”

পাঠান-কাইফের সেরা বিশ্বকাপ একাদশ