Scores

‘নার্ভাস’ হয়ে পড়েছিলেন ইমরুল কায়েস!

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে জয়ের ভালো সম্ভাবনা তৈরী করেও পারে নি বাংলাদেশ। মূলত ব্যাটিং বিপর্যয়ের জন্য হারতে হয় টাইগারদের। হারের অনেকটা দায় ছিলো সেট হয়েও আউট হওয়া ইমরুল কায়েসের। তবে ইমরুল জানিয়েছেন নার্ভাস হয়ে পড়ার কারণেই এমনটা হয়েছে।

সাব্বিরের সাথে ভালো জুটি গড়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ইমরুল। কিন্তু ব্যাটিং বিপর্যয়ের চির চেনা সঙ্গী যেন বাংলাদেশ। মুহুর্তের মধ্যেই বদলে যায় খেলার হিসাব। টিকে থাকা ইমরুল হয়ে পড়েন নার্ভাস। এই প্রসঙ্গে তিনি বলেন, “টিকে থাকা দরকার ছিল। আমি চেষ্টাও করছিলাম। সাকিব আউট হওয়ার পরে মোসাদ্দেকের সঙ্গে একটা জুটি গড়ার চেষ্টা করছিলাম। মোসাদ্দেক আউট হওয়ার পরে একটু নার্ভাস হয়ে যাই। যখনই ঠিক করছিলাম যে একটু স্ট্রোক খেলব, তখনই কেউ না কেউ আউট হয়ে যাচ্ছিল। এজন্য চিন্তা-ভাবনা বদলাতে হচ্ছিল।”
এছাড়া নিউজিল্যান্ডের আবহাওয়ার সাথে উপমহাদেশের আবহাওয়ার তুলনা করে ইমরুল বলেন, “এছাড়া নিউজিল্যান্ডের আবহাওয়া এমন যে বাতাসও অনেক জোরে বয়। যে কারণে সুইংও বেশি। এসব কন্ডিশনে কোনো ব্যাটসম্যান কখনও বলতে পারবে না যে আমি সেট। কারণ এখানে বাতাস আছে, বাউন্স এবং সুইং আছে। একটা ব্যাটসম্যান ৭০-৮০ রান করার পরও যে কোনো সময় আউট হতে পারে। যেটা উপমহাদেশে হয় না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Also Read - শেষ ম্যাচেও জয়ের আশা টাইগারদের

Related Articles

ইতিহাস গড়ার দিনে নিজেই অবাক হয়েছিলেন আফতাব

নাফীসের প্রিয় ইনিংস, ম্যাচ ও সিরিজ

মাশরাফির চোখে বাংলাদেশের সেরা ৩ জয়

নিউজিল্যান্ডকে ‘৯১’ এ আটকেও ব্যর্থ বাংলাদেশ

ভিডিওঃ সেমিফাইনালে বাংলাদেশের বিজয়ের বিশেষ মুহূর্ত