নাসিমের মাঝে নিজেকেই খুঁজে পান টেইট
পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহের মাঝে নিজের ছায়াই দেখতে পান দলের পেস বোলিং কোচ শন টেইট। ১৯ বছর বয়সী পেসারকে প্রশংসায় ভাসিয়ে টেইট জানিয়েছেন, নাসিমের বয়সে তার (নাসিম) মত অতটা বুদ্ধিমান ছিলেন না তিনি (টেইট)।

নাসিমের মাঝে নিজেকেই খুঁজে পান টেইট
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-09-19T18:14:34+06:00
আপডেট হয়েছে - 2022-09-19T18:14:34+06:00
খেলার সারসংক্ষেপ
পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহের মাঝে নিজের ছায়াই দেখতে পান দলের পেস বোলিং কোচ শন টেইট। ১৯ বছর বয়সী পেসারকে প্রশংসায় ভাসিয়ে টেইট জানিয়েছেন, নাসিমের বয়সে তার (নাসিম) মত অতটা বুদ্ধিমান ছিলেন না তিনি (টেইট)।
এশিয়া কাপে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন নাসিম। ছবিঃ গেটি ইমেজস
পাকিস্তানের পেসারদেরকেও নিয়েও দারুণ উচ্ছ্বসিত টেইট। টেইটের মতে, ‘পাকিস্তানের ফাস্ট বোলারদের সহজাত প্রতিভা আছে। তারা সবকিছু সহজে করতে পারে, তাদের দক্ষতা এবং বিচক্ষণতার মাত্রা অনেক উঁচুতে। ফলে জিনিসগুলোতে তারা অভ্যস্ত হয়ে গেছে।’
আলাদা করে নাসিম শাহের প্রশংসা করেছেন টেইট, ‘কিছু কিছু ক্ষেত্রে সে (নাসিম) আমার নিজের কথা মনে করিয়ে দেয় যখন আমি একজন তরুণ ক্রিকেটার ছিলাম। সে অনেকটা মুক্তমনা। তবে আমি এতটা বুদ্ধিমান ছিলাম না। আমি মনে করি, আপনারা নতুন বলে তার দক্ষতা এবং সামর্থ্যের বিষয়গুলো দেখেছেন।’
এছাড়া তারকা পেসার শাহীন শাহ আফ্রিদির ব্যাপারে খুব বেশি কিছু জানেন না বলে জানান টেইট। তার আশা চোট কাটিয়ে দ্রুতই মাঠে ফিরবেন শাহীন। এছাড়া আরেক পেসার হারিস রউফকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন টেইট।
উদযাপনের মধ্যমণি নাসিম শাহ। ছবিঃ গেটি ইমেজস
টেইট বলেন, ‘এশিয়া কাপে সে (রউফ) যেই ধারাবাহিকতা দেখিয়েছে আমরা কেবল তা নিয়েই আলাপ করেছি। তার বলে গতি আছে, সুইং আছে, আগ্রাসী মনোভাবও আছে। আমরা শুধু আরেকটু বেশি ধারাবাহিক হওয়া নিয়ে কাজ করেছি। ভালো জায়গায় বল করে ব্যাটারদেরকে চাপে ফেলা এবং নিয়মিত তা করে যাওয়া। আমরা ডেথ বোলিং নিয়েও কাজ করেছি তবে তা সাধারণ কাজেরই অন্তগর্ত।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।