Scores

নাসিম শাহর ‘ডিমোশন’!

অস্ট্রেলিয়ায় পাকিস্তানের টেস্ট সিরিজ শুরুর সময়ে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত নাম ছিলেন নাসিম শাহ। পাকিস্তানের ১৬ বছর বয়সী এই পেসার গতি আর বয়সের প্রশ্নের ঝড় তুলে কেড়ে নিয়েছিলেন আলো।

হাড়ের পরীক্ষায় নিশ্চিত হয়েছে নাসিম শাহর বয়স!

তবে আন্তর্জাতিক আঙিনায় তার আবির্ভাব নাটকীয়তায় পরিপূর্ণ। জাতীয় দলে জায়গা পেয়েই যেমন সুনাম কুড়িয়েছিলেন, তেমনি ‘ডিমোশন’ দেখতেও দেরি হল না। তরুণ এই পেসারকে এবার জায়গা দেওয়া হয়েছে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলে।

Also Read - পাকিস্তান সফর: অপেক্ষা এখন সরকারের সিদ্ধান্তের


পাকিস্তানি পেসারের বয়স আসলেই ১৬ কি না এ নিয়ে রয়েছে যথেষ্ট বিতর্ক। তবে আনুষ্ঠানিকভাবে যেহেতু বয়স ১৬ অর্থাৎ ১৯ এর কম, তাই অনূর্ধ্ব-১৯ দলে খেলতে বাধা নেই। তাকে আরও গড়ে তোলার জন্য তাই জাতীয় দল থেকে নামিয়ে দেওয়া হয়েছে যুব দলে।

২০২০ সালের শুরুতেই দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হবে। এই বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলবেন যারা, নাসিম অনুশীলন করছেন তাদের সাথেই। শুধু তাই নয়, পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যুব বিশ্বকাপেও খেলবেন তিনি।


পাকিস্তান জাতীয় দলের অবশ্য এখন ব্যস্ততা কম নয়। আগামী মাসে বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। তার আগে চলতি মাসেই পাকিস্তানে যাবে শ্রীলঙ্কা। এসব সিরিজের দলে নাসিমকে ডাকাটা অস্বাভাবিক নয়, কারণ আবির্ভাবেই কুড়িয়েছেন আলো। তাছাড়া যুব দলের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার নজিরও নেই।

তাই পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কোচ ইজাজ আহমেদ জাতীয় দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হককে অনুরোধ জানিয়েছেন, নাসিমকে যেন অনূর্ধ্ব-১৯ দলের জন্য ছেড়ে দেওয়া হয়!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

স্টনিয়ারের সাথে চুক্তি বাড়ালো বিসিবি

“পতাকা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম- বিশ্বকাপ জিতবো”

“ভারতের সাথে যখনই দেখা হোক, কোনো ছাড় দেওয়া হবে না”

জুনিয়র সাকিব পৌঁছাতে চান সাকিব আল হাসানের উচ্চতায়

টেস্টের বিশ্বসেরা বোলার হতে চান সাকিব