Scores

নাসিরকে ছাড়াই সিলেটে ওয়ার্নারের দল

ঢাকা পর্বের প্রথম অংশ শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখন সিলেটে। ১৫ জানুয়ারি থেকে বিপিএলের খেলা শুরু হবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে সিলেট সিক্সার্স। স্বাগতিক দল হিসেবে সিক্সার্সের এটি নিজ দলের সমর্থকদের সামনে মাঠ মাতানোর সুযোগ।

বিপিএলের আগে শতভাগ ফিট হওয়ার ব্যাপারে আশাবাদী নাসির

১৫ জানুয়ারির (মঙ্গলবার) ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে সিলেট পৌঁছেছে দলগুলো। তবে স্বাগতিক দলের অন্যতম ক্রিকেটার নাসির হোসেনই নেই দলের সাথে। আর এর কারণ, নাসিরের পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় সিলেট পর্বে একাদশে থাকবেন না তিনি!

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটে দলে থাকা একজন ক্রিকেটারকে এভাবে রেখে দলের অন্য শহরে যাওয়ার ব্যাপারটি বিস্ময় জাগাতেই পারে! তবে সিলেট সিক্সার্স কর্তৃপক্ষের দাবি, চোট কাটিয়ে ফিরে ফর্মের সাথে লড়াই করতে থাকা নাসির নিজেই নাকি সময় চেয়েছেন।

Also Read - বিপিএলের পর শুরু ডিপিএল, থাকছে 'প্লেয়ার্স বাই চয়েজ'


দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম প্রথম আলোর এক প্রতিবেদনে সিক্সার্সের মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলাম জানান, আপনারা জানেন নাসির কদিন আগে চোট থেকে ফিরেছেমানিয়ে নিতে তার সময় লাগা খুব স্বাভাবিকএখন সে যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তাকে একাদশে অন্তর্ভুক্ত করা কঠিন হয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্টেরআর একাদশে না থাকলে সাইডবেঞ্চে থাকতে হবে।’

নাসিরের মত ক্রিকেটার একাদশের বদলে সাইডবেঞ্চে থাকলে সেটি দলের জন্য অস্বস্তিকর উল্লেখ করে মিডিয়া ম্যানেজারের ভাষ্য, এই মানের একজন খেলোয়াড় সাইডবেঞ্চে বসে থাকাটা তার জন্য যেমন অস্বস্তির, দলের জন্যওআমরা একটু সময় দিচ্ছিসে যেন নিজেকে সময় দেয়আবার আমরা যখন ঢাকায় ফিরব সে দলে যোগ দেবে।’

সিলেট না যাওয়ার কথা শুনে নাসির আপত্তি করেননি জানিয়ে তিনি বলেন, ‘সে কোনো আপত্তি করেনি। সে নিজেও বুঝেছে একটা বিরতি দরকার। আর আপত্তি তখনই জানানো যায় যখন আপনি শক্ত অবস্থানে থাকবেন।’

প্রসঙ্গত, বিপিএলের গত আসরে নাসির হোসেনই ছিলেন দলের অধিনায়ক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন


Related Articles

ব্যর্থ লিটন, আশরাফুলের কাঁধে গুরু দায়িত্ব

কে হবেন শেষের দিকের নির্ভরযোগ্য ব্যাটসম্যান?

নাসিরের বোলিং তোপে বিপর্যস্ত আবাহনী

বিজয়-অভিমন্যুর জোড়া শতকে প্রাইম ব্যাংকের জয়

শচীনের শতকের শতক ও মুশফিক-সাকিবদের জয়