Scores

নাসিরের চোখে হাথুরুসিংহে ‘বদমেজাজি কোচ’

বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার নাসির হোসেন মনে করেন, জাতীয় দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ‘বদমেজাজি কোচ’। সম্প্রতি বিডিক্রিকটাইমের সাথে লাইভ আড্ডায় আলাপকালে লঙ্কান এই কোচের কড়া মেজাজের সমালোচনা করেন তিনি।

নাসিরের চোখে হাথুরুসিংহে 'বদমেজাজি কোচ'

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের দারুণ সাফল্য থাকলেও তার কড়া আচরণের কারণে ক্রিকেটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্ট হয়েছিল। অনেকের মতে- হাথুরুসিংহে পুরো ড্রেসিংরুমকে নিজে নিয়ন্ত্রণ করতে চাইতেন। খেলোয়াড়দের সাথেও হুটহাট ক্ষেপে যেতেন।

Also Read - বাংলাদেশকে হারানোর জন্য কার্তিককে রোহিতের 'ধন্যবাদ'


নাসির বলেন, ‘কোচদের মধ্যে হাথুরুসিংহে বদমেজাজি ছিল। ইয়ার্কি করছে, এমন সময় আবার সেকেন্ডের মধ্যেই সিরিয়াস হয়ে যায়। কখন সিরিয়াস হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। হাথুরুসিংহে থাকাকালেও দলের সবাই ইয়ার্কি-ফাজলামো করত, কিন্তু ঐভাবে (মন খুলে) করত না। কখন যে হাথুরুসিংহে সিরিয়াস হয়ে যায়, কেউ বুঝতে পারত না। এদিক থেকে সবাই সতর্ক থাকত।’

নাসির যে কয়জন বিদেশি কোচের অধীনে কাজ করেছেন, তাদের কেউই হাথুরুসিংহের মত এত ‘কড়া মাস্টার’ ছিলেন না। তার অভিমত, ‘উপমহাদেশের বাইরের কোচরা বন্ধুত্বপূর্ণ হয়। আমি কয়েকজন কোচের অধীনে কাজ করেছি। কিন্তু হাথুরুসিংহেকেই একটু বদমেজাজি মনে হয়েছে। বাকি সব কোচই ফ্রেন্ডলি ছিল।’


নাসির যখন জাতীয় দলে নিয়মিত ছিলেন, তখন দলের ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেছেন হাথুরুসিংহেরই স্বদেশী মারিও ভিল্লাভারায়ন। হাথুরুসিংহের মেজাজ কড়া থাকলেও মারিওর সাথে বেশ ভালো বনিবনা হত খেলোয়াড়দের। নাসিরেরও একই দাবি। তিনি বলেন, ‘সাপোর্ট স্টাফের মধ্যে সবচেয়ে বেশি মজা করতাম মারিওর সাথে। অনেক মজা করত, কাজের প্রতিও মনোযোগ ছিল।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

আবারো বাংলাদেশের কোচ হতে চান হাথুরুসিংহে

হাথুরুসিংহের প্রতি কৃতজ্ঞ সাইফউদ্দিন

স্মিথ-ওয়ার্নারদের দলের কোচ হলেন হাথুরুসিংহে

হাথুরুর সাথে মারামারির মত অবস্থা হয়েছিল সুজনের!

“পারফর্ম না করলে আপনার বাবাও আপনাকে দলে রাখবে না”