নাসিরের পুনে ডেভিলসে আরও এক বাংলাদেশি ক্রিকেটার
আবুধাবি টি-টেন লিগের এবারের আসরে পুনে ডেভিলসের হয়ে খেলবেন বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেন। আসর শুরুর প্রাক্বালে তার দল স্কোয়াডে ভিড়িয়েছে আরও এক বাংলাদেশিকে।
তার নাম শুনলে একটু অবাকই হবেন পাঠকেরা। পুনের জার্সিতে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার সুযোগ পেয়েছেন মনির হোসেন খান। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার মূলত স্পিনার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি আসরে খেলেছিলেন সিলেট থান্ডারের হয়ে। চার ম্যাচে শিকার করেছিলেন তিনটি উইকেট।
Also Read - ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাইফউদ্দিনের টোটকা 'মুশফিক'ঘরোয়া ক্রিকেটে অবশ্য মনির পরিচিত মুখ। ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচের পাশাপাশি আছে ৭৫টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৮৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা।
একনজরে পুনে ডেভিলস স্কোয়াড : মোহাম্মদ আমির, চ্যাডউইক ওয়ালটন, হার্দুস ভিলজয়েন, টম কোহলার ক্যাডমোর, নাসির হোসেন, মনির হোসেন খান, ডেভন থমাস, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুতা, স্যাম উইসনিউস্কি, করণ কেসি, বৃত্ত অরবিন্দ, দারউইশ রাসুলি ও মুনিস আনসারি।
আগামী ২৮ জানুয়ারি শুরু হবে এবারের আসর। পূর্ব-পরিকল্পনা অনুযায়ী নভেম্বরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও করোনার কারণে আসরের সময়সূচি একটু পেছানো হয়। ২৮ জানুয়ারি শুরু হয়ে টি-টেন শেষ হবে ৬ ফেব্রুয়ারি। এবারো গত বছরের মত ১০ দিনে টুর্নামেন্ট সম্পন্ন হবে; স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে স্বল্প সময়ে আয়োজন করা হবে এবারের লিগ। এটি এ টুর্নামেন্টের চতুর্থ আসর।
২০১৭ সালে টি-টেন লিগের প্রথম টুর্নামেন্ট হয়। মোট আটটি দল অংশ নিতে যাচ্ছে এ টুর্নামেন্টে। দলগুলো হলো: বাংলা টাইগার্স, দিল্লী বুলস, কালান্দার্স, ডেকান গ্ল্যাডিয়েটর্স, পুনে ডেভিলস, টিম আবুধাবি, মারাঠা অ্যারাবিয়ান্স এবং নর্দার্ন ওয়ারিয়র্স।