Scores

নাসির-তামিমার গায়ে হলুদে তারার মেলা

আকদ হয়ে গেছে আগেই, এবার বিয়ের সব আনুষ্ঠানিকতা সারার পালা। পরিবারের সদস্যদের নিয়ে অনেকটা নীরবেই প্রিয়তমার সাথে গাঁটছড়া বাঁধলেও নাসির হোসেনের গায়ে হলুদে বসেছে তারার মেলা। 

নাসির-তামিমার গায়ে হলুদে তারার মেলা

গত রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসের দিনে নাসির গাঁটছড়া বাঁধেন নববধূ তামিমা সুলতানার সাথে। নাসিরের পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। নাসির-পত্নীর বাড়ি টাঙ্গাইলে।

Also Read - জরুরি ডাকে পাপনের বাসায় তিন সিনিয়র ক্রিকেটার

পাত্রীর সাথে পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা ছিল নাসিরের। আকদের অনুষ্ঠানে শুধু পরিবারের সদস্যরা থাকলেও আনুষ্ঠানিক গায়ে হলুদে ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার, দুই পক্ষের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। উপস্থিত ছিলেন এনামুল হক বিজয়, সোহরাওয়ার্দী শুভ, শরিফুল ইসলাম, শামসুর রহমান শুভ, নাঈম ইসলামের মত তারকা ক্রিকেটাররা।

বাংলাদেশ দলের হয়ে খেলা নাসির হোসেন এখন জাতীয় দলে ব্রাত্য। তবে নিয়মিতই খেলছেন ঘরোয়া ক্রিকেটে। করোনার পর এখনো বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট ফেরেনি। আবুধাবি টি-টেন লিগে খেলে তাই নাসিরের হাতে অফুরান অবসর। এই ফাঁকে সেরে নিচ্ছেন বিবাহের আনুষ্ঠানিকতা।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা নাসির কয়দিন আগে খেলে এসেছেন আবুধাবি টি-টেন লিগে, যেখানে নেতৃত্ব দিয়েছেন পুনে ডেভিলস দলকে। যদিও নাসিরের দলের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। উদ্বোধনী ম্যাচে অবশ্য ৩ উইকেট শিকার করে আলো কেড়ে নিয়েছিলেন এই অলরাউন্ডার।

Related Articles

কৃতজ্ঞতা প্রকাশ করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করলেন নাসির

তামিমার দিকে আঙুল তোলা হলে আইনি ব্যবস্থা নিবেন নাসির

রাকিবের অভিযোগ মিথ্যা- দাবি তামিমার

আইনগতভাবে, ধর্মীয় শরীয়ত মেনেই তামিমাকে বিয়ে করেছি : নাসির

জাঁকজমকভাবে সম্পন্ন নাসির-তামিমার বিয়ের আয়োজন