SCORE

নাসির নেই, অনিশ্চিত তাসকিনও

নিদাহাস ট্রফির পর ইনজুরির ছোবল একটু এলোমেলো করে দিয়েছে বাংলাদেশ স্কোয়াডকে। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য যে স্কোয়াড ঘোষিত হবে শীঘ্রই, সেখানে নিশ্চিতভাবেই থাকছেন না নাসির হোসেন। অনিশ্চিত তাসকিন আহমেদও। দুজনেরই কারণ ইনজুরি।

নাসির নেই, অনিশ্চিত তাসকিনও

শুক্রবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড নির্ধারণ করা হবে শনিবার। তিনি বলেন, ‘কাল (শনিবার) আমরা দল জমা দিচ্ছি। ৩০ সদস্যের প্রাথমিক দল হবে। কিছু খেলোয়াড়কে ‘এ’ দলে রাখব। ওদের এইচপির সঙ্গে যুক্ত করছি। এইচপি দলটা হবে ২২ জনের। ৬-৮ জনকে ‘এ’ দলে দেব। জাতীয় দলের ৩০ জনের দল হবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য।’

Also Read - টেস্টে উত্থান: মুশফিককেই কৃতিত্ব দিচ্ছেন তামিম

আপাতত বিসিবির ফোকাস থাকবে জাতীয় দলের জন্য বাছাই করা প্রাথমিক দলের দিকেই। নান্নুর ভাষ্য, ‘প্রাথমিক দলটা নিয়ে আপাতত আমরা কাজ করব। আফগানিন্তান সিরিজের পর লম্বা সফর আছে। ওয়েস্ট ইন্ডিজে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি আছে। খুব চ্যালেঞ্জিং সিরিজ। জাতীয় দলের সঙ্গে সঙ্গে ‘এ’ দলের সিরিজ আছে। আমরা একটা সমন্বয় তৈরি করছি। যারা ১-২ বছরের মধ্যে জাতীয় দলে আসবে বা ইমিডিয়েট রিপ্লেসমেন্ট হিসেবে খেলবে।’

ইনজুরি আক্রান্ত নাসির আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকছেন না জানিয়ে নান্নু আরও জানান, তাসকিনও থাকার প্রসঙ্গে নিশ্চিত নন এখনও, ‘নাসিরের ব্যাপারটা একটু কঠিন। তার মাঠে ফিরতে ৬ মাসের বেশি বা কম সময় লাগতে পারে। তাই তাকে রাখা সম্ভব হচ্ছে না। তাসকিনের ফিটনেস রিপোর্ট আজকের মধ্যে পাওয়ার কথা। ওর ব্যাপারটা পরিষ্কার হলে আমরা সিদ্ধান্ত নেব।’

ঘরোয়া ক্রিকেটে ভালো করা ক্রিকেটাররা এই সিরিজেও সুযোগ পাচ্ছেন না জাতীয় দলে। ফলে দীর্ঘতর হচ্ছে তাদের অপেক্ষা। প্রধান নির্বাচক বলেন, ‘এটা আপনাদের মনে রাখতে হবে, ঘরোয়া ক্রিকেটে ভালো করা মানে এই নয় যে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করবে। আন্তর্জাতিক পর্যায়ে তার সামর্থ্যও বুঝতে হবে। সব দেশেই ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু ভালো খেলা খেলোয়াড় থাকে। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে তারা সবাই ভালো খেলছে, এমন খেলোয়াড় কম থাকে। পারফর্ম করলে এখনই নিতে হবে, এমন কথা নেই। আগে ‘এ’ এবং এইচপি দল দেই, সেটা দেখেন। আগে এইচপি দেখেন, এই দলটা দেখলেই বুঝতে পারবেন।’

আরও পড়ুনঃ “আফগানিস্তান সিরিজে শক্তিশালী দল নিয়েই যাওয়া উচিত”

Related Articles

এশিয়া কাপের সুপার ফোরের সূচি চূড়ান্ত

এশিয়া কাপ থেকে শ্রীলঙ্কার বিদায়

এশিয়া কাপে থাকছে ‘সুপার ওভার’

স্পিন নির্ভর আফগানিস্তান

যেসকল চ্যানেলে দেখা যাবে এশিয়া কাপ