নাসির, শান্ত’র জোড়া শতক
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে শতকের দেখা পেয়েছেন আবাহনী লিমিটেডের দুই ব্যাটসম্যান নাসির হোসেন ও নাজমুল হোসেন শান্ত। তাদের জোড়া শতকে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে বড় সংগ্রহের পথে হাঁটছে আবাহনী।
দলের বিপদে হাল ধরতে আসা আবাহনী অধিনায়ক নাসির পেয়েছেন চলমান আসরে তার প্রথম ও ক্যারিয়ারের ষষ্ঠ শতকের দেখা। তিন অঙ্কের ঘরে প্রবেশের জন্য ৭৯ বল খেলা এ ব্যাটসম্যান তার ইনিংস সাজিয়েছেন ১২ চার আর ৩ ছক্কায়। পক্ষান্তরে, নাজমুল হোসান শান্ত শতক পূর্ণ করেছেন ৯৬ বলে। ১০ চার আর ২ ছয়ে করা শতকটি শান্ত’র এবারের আসরে চতুর্থ শতক ও লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ষষ্ঠ শতক।
Also Read - আফ্রিদির মন্তব্যের জবাব দিলেন শচীন টেন্ডুলকারআজকের ম্যাচে জিতলেই একবছর পর আবারও শিরোপা পুনরুদ্ধার করবে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। এমন সমীকরণের ম্যাচে টস হেরে আগে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে দুর্দান্ত শুরু করে আবাহনী লিমিটেড। শুরু থেকে দ্রুতগতিতে রান তুলতে থাকা দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাজমুল হোসেন শান্ত মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১২.১ ওভারে ৯২ রান।
অর্ধশতক পেরোনোর পর দলীয় ৯২ রানে ভারতীয় বোলার পারভেজ রাসুলের শিকারে পরিণত হলে থামে এনামুল হকের ইনিংস। আউট হওয়ার আগে ৮ চার ও ১ ছয়ে ৫১ বলে ৫৭ রানের ইনিংসটি সাজান তিনি। এরপর দ্রুততম সময়ে বিহারী (৬) ও মোহাম্মদ মিঠুনকে (১) পারভেজ সাজঘরে ফেরালে ১২৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে আকাশী-নীল জার্সি ধারীরা।
সেখান থেকে দলের দায়িত্ব কাঁধে নিয়ে শান্ত’র সাথে লড়তে থাকেন আবাহনীর অধিনায়ক নাসির হোসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আবাহনীর সংগ্রহ ৪২.৪ ওভারে ৩ উইকেটে ২৯৩ রান। ১১৩ রানে নাসির হোসেন ও ১০৩ রানে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত।
লাইভ স্কোরকার্ড-