Scores

নাসিরকে না নেয়ার কারণ জানালেন কোচ

জাতীয় দলে গত দুই বছরে সবচেয়ে অনিয়মিত ক্রিকেটার নাসির হোসেন। একসময়ে ম্যাচ ফিনিশার খেতাব পাওয়া সেই নাসিররের যেন এখন প্রাথমিক দলেই সুযোগ হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসিরকে দলে না নেবার জন্য হচ্ছে ব্যাপক সমালোচনা। অনেকেই আঙ্গুল তুলছেন জাতীয় দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহের উপর। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের অসহায় আত্মসমর্পনে নাসিরকে দলে নেয়ার বিষয়টি আরো প্রকট হয়েছে। এদিকে কোচ জানিয়েছেন নাসিরকে না নেবার কারণ।

নাসিরকে দলে আবার আসতে হলে প্রথমেই অনেক ভালো পারফরমেন্সের কথা বলেন হাথুরুসিংহে, “নাসিরকে প্রচুর রান করতে হবে এবং উইকেট নিতে হবে!”

এছাড়া অতীতের পারফরমেন্স নিয়ে কোচ বলেন, “ওকে (নাসির) যখনই দলে নেওয়া হয়েছে, গত দুই বছরে ওর রেকর্ড দেখুন, সব পরিস্কার হয়ে যাবে। রেকর্ড দেখলেই সব পরিস্কার হয়ে যাবে। আপনি প্রশ্ন করছেন, কারণ হয়ত আপনার ধারণা, আমার এখানে ভূমিকা আছে। মোটেও তা নয়! আমি পরিসংখ্যান ও দলে অবদান দেখে কাজ করি। সে অবদান রাখতে পারেনি। আর এই সিরিজে এই কন্ডিশনে তো আমরা হয়ত তিনজন সিমার নিয়ে খেলব। স্কোয়াডে একইরকম ক্রিকেটার দুজনের (শুভাগত ও মোসাদ্দেক) বেশি বয়ে বেড়ানোর দরকার নেই।”

Also Read - তানবীর কেন দলে? জানালেন কোচ


উল্লেখ্য, নিউজিল্যান্ডে বিপক্ষে বাংলাদেশের হোয়াইটওয়াশের দিনে ঘরোয়া লিগে সিলেটের বিপক্ষে ২০১ রান করেন নাসির। যার ফলে নাসিরকে দলে নেবার আন্দোলন আরো প্রকট হয়।

[আরো পড়ুনঃ ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে ইনজুরি থেকে ফেরা মুস্তাফিজ]

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

“লিটনের ব্যাটিং এত সুন্দর, দেখতেই থাকি”

ছক্কা মেরে আফ্রিদিকে বল কুড়িয়ে আনতে বলেছিলেন নাসির

সাকিবের প্রতিটি কথাই সতীর্থদের কাছে ‘মূল্যবান’

বাংলাদেশ দলে একজন শেন ওয়ার্নের আক্ষেপ নাসিরের

জাতীয় দলে ফেরা নিয়ে নাসিরের ভাবনা