নিউজিল্যান্ডকে হেসেখেলে হারিয়ে টেবিল-টপার পাকিস্তান
চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ৫৩ বলে ৭৯ রানে অপরাজেয় থাকেন পাকিস্তান অধিনায়ক।

প্রকাশিত হয়েছে - 2022-10-08T15:43:38+06:00
আপডেট হয়েছে - 2022-10-08T15:43:38+06:00
খেলার সারসংক্ষেপ
চলমান টি-২০ ত্রিদেশীয় সিরিজে টানা দুই জয় তুলে নিল পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে ছয় উইকেটের ব্যবধানে হারিয়েছে বাবর আজমের দল।
ম্যাচজয়ী জুটি গড়েন বাবর ও শাদাব
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম ঝড়ো সূচনা এনে দিলেই হাঁসফাঁস করতে থাকেন মোহাম্মদ রিজওয়ান। অস্বস্তিতে ভুগতে থাকা রিজওয়ান পঞ্চম ওভারে টিম সাউদির বলে বোল্ড হন। গত ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া এই উইকেটরক্ষক ব্যাটার ১২ বলে মাত্র ৪ রান করে বিদায় নেন। পরের ওভারেই শান মাসুদকে আউট করেন ব্লেয়ার টিকনার৷ রানের খাতা খুলতেই ব্যর্থ হন মাসুদ।
বাবর রানের চাকা সচল রাখলেও সতীর্থদের সহায়তা না পাওয়ায় পাওয়ারপ্লের প্রথম ছয় ওভারে পাকিস্তান পায় ৪৪ রান, হারায় দুইটি উইকেট। শাদাব খান ব্যাটিং অর্ডারে উন্নতি নিয়ে নামেন চারে। নেমেই বাজিমাত করেন শাদাব। ঝড়ো ইনিংস খেলে তিনিও টিকনারের শিকারে পরিণত হন। ভুল টাইমিংয়ে ক্যাচ আউট হওয়ার আগে শাদাব করেন ৩৪ রান। তার ২২ বলের ইনিংসে ছিল দুইটি করে চার ও ছক্কা।
৬২ বলে ৪১ রানের জুটি গড়েন শাদাব ও বাবর। শাদাবের বিদায়ের পর ক্রিজে আসেন মোহাম্মদ নওয়াজ। অপরদিকে, ৩৩ বলে অর্ধশতক পূরণ করেন অধিনায়ক বাবর। নওয়াজ ও বাবরের জুটিতে ধীরগতিতে রান আসে। ১৯ বলে ১৬ রান করে বিদায় নেন নওয়াজ। এই জুটিতে আসে ২৮ বলে ২৬ রান। তবে ততক্ষণে ম্যাচ চলে আসে পাকিস্তানের হাতের মুঠোয়।
হায়দার নেমেই প্রথম দুই বলেই ছক্কা ও চার হাঁকিয়ে সমীকরণ আনেন শেষ দুই ওভারে পাকিস্তানের জন্য তিন রানে। চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন বাবর। ৫৩ বলে ৭৯ রানে অপরাজেয় থাকেন পাকিস্তান অধিনায়ক। তার ব্যাট থেকে কোনো ছক্কা না এলেও আসে ১১টি চার। স্ট্রাইকরেট ১৪৯.০৬। ১০ বল হাতে রেখে ছয় উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।
তার আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। স্বাগতিকদের সূচনা অবশ্য ভালো হয়নি। তৃতীয় ওভারে দলীয় ১৬ রানেই বিদায় নেন ফিন অ্যালেন। ৮ বলে ১৩ রান করেন তিনি। অ্যালেনকে শিকার করেন মোহাম্মদ ওয়াসিম। দ্বিতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন। তবে কিউইদের রান তোলার গতি খুব একটা দ্রুত ছিল না।
কনওয়েকে শিকার করে কিউইদের দ্বিতীয় উইকেটের পতন ঘটান মোহাম্মদ নওয়াজ। ৩৫ বলে ৩৬ রানের ধীরগতির ইনিংস খেলে সাজঘরে ফেরেন কনওয়ে। নিজের পরের ওভারেই উইলিয়ামসনকে বোল্ড করেন নওয়াজ। কিউই অধিনায়ক বোল্ড হয়ে বিদায় নেওয়ার আগে করেন ৩০ বলে ৩১ রান।
শুরুতে শাদাব খান ও নওয়াজের স্পিন আক্রমণের সামনে কিউইদের বেশ অস্বস্তিতে ভুগতে দেখা যায়। তবে মার্ক চ্যাপম্যান সাবলীলভাবেই নওয়াজের বল খেলেন। প্রথম তিন ওভারে ২২ রান খরচ করা নওয়াজের চতুর্থ ওভারেই ২২ রান আদায় করে নেন চ্যাপম্যান। অপরদিকে, শাহনেওয়াজ দাহানির শিকার হয়ে ১৭ বলে ১৮ রান করে বিদায় নেন গ্লেন ফিলিপস।
একদিকে ঝড়ো ব্যাটিং করছিলেন চ্যাপম্যান। জিমি নিশামও মাঠে নেমেই দ্রুত রান তোলার তাড়না দেখান। তবে দুর্দান্ত এক ডেলিভারিতে নিশামকে বোল্ড করেন হারিস রউফ। পরের বলেই মাইকেল ব্রেসওয়েলকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন রউফ। তবে হ্যাটট্রিক না পেলেও দুই বল বিরতি দিয়ে ভয়ংকর চ্যাপম্যানকে শিকার করেন এই পেসার। ইনিংসের ১৯তম ও নিজের শেষ ওভারে রউফ পান তিনটি উইকেট।
ম্যাচের শেষ ওভারে ইশ সোধিকে বোল্ড করেন ওয়াসিম জুনিয়র। শেষ ওভারে মাত্র পাঁচ রান দেন ওয়াসিম। নির্ধারিত ২০ ওভারে স্বাগতিকরা পেয়েছে ১৪৭ রান। উইকেট হারায় আটটি। পাকিস্তানের পক্ষে রউফ তিনটি, নওয়াজ ও ওয়াসিম দুইটি করে উইকেট পান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।