নিউজিল্যান্ডের ইতিহাস গড়া জয়ে র্যাঙ্কিংয়ে অবনমন পাকিস্তানের
১৯৬৯ সালের পর দীর্ঘ ৪৯ বছরের খরা কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে ‘অ্যাওয়ে’ সিরিজে টেস্ট জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইতিহাস গড়া এমন জয়ের পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে নিজেদের নামের পাশে ৩ রেটিং যোগ করে দক্ষিণ আফ্রিকার আরও এক ধাপ কাছে এগিয়ে গেল কিউইরা। পক্ষান্তরে সিরিজ হারের খেসারত হিসেবে র্যাঙ্কিংয়ে অবনমন ঘটেছে পাকিস্তানের।

সিরিজ নির্ধারণী শেষ টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানের নাটকীয় ব্যাটিং ধ্বসের পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে এসেছে পাকিস্তান। তাদের অবনমনে এক ধাপ ওপরে ওঠে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
৯৩ রেটিং নিয়ে তালিকার ছয় নম্বর অবস্থানে থাকা শ্রীলঙ্কার চেয়ে ১ রেটিংয়ে পিছিয়ে থেকে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের সাতে অবস্থান করছে পাকিস্তান।
অন্যদিকে সিরিজ জয়ের স্বাদের পাশাপাশি ৩ রেটিং বৃদ্ধিতে ১০৫ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের চতুর্থস্থানে নিজেদের ধরে রেখেছে নিউজিল্যান্ড। তবে এ যাত্রায় তালিকার এক ধাপ ওপরে থাকা দক্ষিণ আফ্রিকার সাথে পয়েন্ট ব্যবধান কমে এসেছে ১ রেটিংয়ে।
Also Read - সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড
র্যাঙ্কিংয়ে এ দুই দলের অবস্থানের পরিবর্তন আসলেও যথারীতি ১১৬ রেটিং নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে সফল সিরিজ শেষে তালিকার দ্বিতীয়স্থানে ওঠে এসেছে ইংল্যান্ড। তাদের অর্জনে রয়েছে ১০৮ রেটিং। দুই রেটিং কম নিয়ে তালিকার তিনে দক্ষিণ আফ্রিকা ।
১০২ রেটিং নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের পাঁচে অবস্থান অজিদের। তাছাড়া আট, নয় ও দশ নম্বরস্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছে উইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
এক নজরে সবশেষ হালনাগাদকৃত আইসিসি টেস্ট র্যাঙ্কিং-
১. ভারত – ১১৬ রেটিং।
২. ইংল্যান্ড- ১০৮ রেটিং।
৩. দক্ষিণ আফ্রিকা- ১০৬ রেটিং।
৪. নিউজিল্যান্ড- ১০৫ রেটিং।
৫. অস্ট্রেলিয়া- ১০২ রেটিং।
৬. শ্রীলঙ্কা- ৯৩ রেটিং।
৭.পাকিস্তান- ৯২ রেটিং।
৮. উইন্ডিজ- ৭০ রেটিং।
৯. বাংলাদেশ- ৬৯ রেটিং।
১০. জিম্বাবুয়ে- ১৩ রেটিং।
[বি.দ্র. এই টেস্ট র্যাঙ্কিংটি ৭ ডিসেম্বর ২০১৮ অনুসারে।]
আরও পড়ুনঃ রোমাঞ্চকর জয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ