নিউজিল্যান্ডের ঘাম ছুটিয়েও হারল নেদারল্যান্ডস
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৬ রানের ব্যবধানে পরাজয় বরণ করেছে নেদারল্যান্ডস
তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে -
আপডেট হয়েছে -
খেলার সারসংক্ষেপ
নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাটিং করে মাত্র ৭ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। নেদারল্যান্ডস নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও ব্যাস ডি লিডির ব্যাটে তাদের জয়ের পথ খোলা ছিল। কিন্তু তিন বল হাতে রেখেই অলআউট হয়ে ম্যাচ হারে ডাচরা।
দ্যা হেগের স্পোর্টপার্ক ওয়েস্টভলিয়েটে টস জিতে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কিউইরা মোটেও ভালো সূচনা করতে পারেনি। ১১ রানের মাথায় ৮ বলে ১১ রান করে বিদায় নেন ফিন অ্যালেন। ৯ বলে ২ রান করে সাজঘরে ফেরেন ডেন ক্লেভার। ১৪ বলে ১৫ রান করে একই পথে হাঁটেন ড্যারিল মিচেল।
প্রথম ১৩ ওভারে নিউজিল্যান্ডের রানের চাকা একাই সচল রাখা মার্টিন গাপটিলও আউট হয়ে যান ১৩.৩ ওভারে। গাপটিলের ব্যাট থেকে আসে ইনিংসের সর্বোচ্চ ৪৫ রান। ৩৬ বলের ইনিংসে তিনি চারটি চার ও একটি ছক্কা হাঁকান। গ্লেন ফিলিপস ১৪ বলে ১৪ রান করে আউট হন।
শেষ দিকে জেমস নিশাম ও ইশ সোধির ক্যামিওতে লড়াই করার মতো পুঁজি পায় নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করে ১৪৮ রান। নিশাম দুইটি করে চার ও ছক্কায় ১৭ বলে ৩২ রান করেন। সোধি ১০ বলে করেন ১৯ রান। সাতটি উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।
জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডসও। দলীয় সংগ্রহ তিন অঙ্ক স্পর্শ করার আগেই সাতটি উইকেট হারিয়ে ফেলে তারা। তবে ডাচদের জয়ের পথ একাই খোলা রেখেছিলেন ডি লিডি। মাঝে অধিনায়ক ১৬ বলে ২০ রান করে কিছুটা আশা জাগিয়ে বিদায় নেন।
ডি লিডি শেষ ওভার পর্যন্ত খেলা টেনে নিয়ে যান। তখনও ছিল টানটান উত্তেজনা। কারণ যেকোনো দলের পক্ষেই তখনো ম্যাচ জয় করা সম্ভব ছিল। জয়ের জন্য শেষ চার বলে নেদারল্যান্ডসের দরকার ছিল ১৭ রান। তখনই শেষ ব্যাটার হিসেবে আউট হয়ে যান ডি লিডি। নেদারল্যান্ডস থামে ১৩২ রানে। ১৬ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড।
ডি লিডি করেন ৫৩ বলে ৬৬ রান। তার ব্যাট থেকে আসে পাঁচটি চার ও দুইটি ছক্কা। নিউজিল্যান্ডের পক্ষে ব্লেয়ার টিকনার চার উইকেট ও বেন সিয়ার্স তিনটি উইকেট শিকার করেন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।