Scores

নিউজিল্যান্ডের দল ঘোষণা, ছিটকে গেছেন উইলিয়ামসন

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যেখানে ঘরে মাঠে অনুষ্ঠিতব্য এই সিরিজ থেকে ছিটকে গেছেন কেন উইলিয়ামসন। ইনজুরির কারণে দলের নিয়মিত অধিনায়কের না থাকাতে নেতৃত্ব পেয়েছেন টিম সাউদি।

নিউজিল্যান্ডের দল ঘোষণা, ছিটকে গেছেন উইলিয়ামসন

ইংল্যান্ড বিশ্বকাপে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন উইলিয়ামসন। ফাইনালে নাটকীয় ম্যাচে সুপার ওভারে হারতে হয় ইংল্যান্ডের কাছে। তবে নিজের অনবদ্য পারফরম্যান্সে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। এরপর শ্রীলঙ্কা সফরে খেলেছেন দুই টেস্ট। টি-টোয়েন্টিতে উইলিয়ামসনকে বিশ্রাম দিয়েছিলো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

Also Read - খালেদ মাহমুদের উপর চটেছেন বোর্ড সভাপতি


আগস্টে শ্রীলঙ্কা সফর শেষ করার পর আন্তর্জাতিক সূচিতে বেশ লম্বা ছুটি পেয়েছে কিউইরা। এবার মিশন ইংল্যান্ড। যেখানে ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ২ টেস্টের সিরিজ খেলতে নামার আগে ৫ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই সিরিজকে সামনে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা। যেখানে ইনজুরির কারনে ছিটকে গেছেন উইলিয়ামসন।

মূলত চলতি সপ্তাহেই নিউজিল্যান্ডের ঘরোয়া লিগে একটি ম্যাচ খেলার সময় পশ্চাৎদেশের পুরনো চোট আবার নতুন করে ভোগাতে শুরু করে তাকে। সেকারণে ঝুঁকি না নিয়ে বোর্ডের সাথে আলোচনা করে এই সিরিজ থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন উইলিয়ামসন। তার পরিবর্তে অধিনায়কত্ব পেয়েছেন সাউদি।

এদিকে আঙুলের চোটের কারণে প্রথম ৩ ম্যাচের জন্য সুযোগ দেওয়া হয়েছে ফাস্ট বোলার লকি ফার্গুসনকে। বাকি দুই ম্যাচের জন্য ডাক পেয়েছেন আরেক পেসার ট্রেন্ট বোল্ট। দলে ফিরেছেন পেস অলরাউন্ডার জিমি নিশাম ও একটি টি-টোয়েন্টি খেলা পেসার ব্লেয়ার টিকনার।

৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ১ নভেম্বর। এরপর বাকিগুলা যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ তারিখে অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: টিম সাউদি (অধিনায়ক), কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, স্কট কাগেলেইন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, রস টেইলর, ব্লেয়ার টিকনার, লকি ফার্গুসন (প্রথম তিন ম্যাচ) ও ট্রেন্ট বোল্ট (পরের দুই ম্যাচ)।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ ফাইনালে ধৈর্যশীলতা দেখানোর পুরস্কার জিতল কিউইরা

সুবিধাজনক অবস্থায় নিউজিল্যান্ড

ইন্টারনেটে রেকর্ড গড়লো বিশ্বকাপের দ্বাদশ আসর

“অতিরিক্ত চার রান ফেরত নিতে বলেছিলেন স্টোকস”

ফাইনালের পর একসাথে মদ পান করেছেন মরগান ও উইলিয়ামসন