Scores

নিউজিল্যান্ডের পথে আরো চার ক্রিকেটার

শুক্রবার রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে আরো চার জন ক্রিকেটার। তাঁরা চারজনই টেস্ট দলের সদস্য। কিউইদের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ২৮ শে ফেব্রুয়ারি (ভোর ৪টা)।

 

নিউজিল্যান্ডের পথে উড়াল দিলেন আরো চার ক্রিকেটার
টেস্ট সিরিজকে সামনে রেখে দেশ ছাড়লেন তাইজুল-রাহিরা।

 

তিন পেসার আবু জায়েদ চৌধুরী রাহি, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন ও স্পিনার তাইজুল ইসলাম নিউজিল্যান্ড যাচ্ছেন বাংলাদেশ দলের সাথে যোগ দিতে। আজ রাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়েছে তাঁরা। কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই একটু আগেভাগে যাওয়া তাঁদের।

Also Read - যে কারণে আইপিএল বাংলাদেশে হবে একটি ভুয়া গুজব


সাকিব আল হাসান ইনজুরির কারনে দল থেকে ছিটকে পড়ার পরেই অবশ্য তাইজুলের দলের সাথে যোগ দেয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু নিউজিল্যান্ডের পেস সহায়ক উইকেটে আর কোনো বাড়তি স্পিনারকে স্কোয়াডে ডাকা হয়নি। তাই আর এই যাত্রায়ও ওয়ানডে ক্রিকেটে ফেরা হলো না তাইজুলের।

আবু জায়েদ চৌধুরী রাহি বেশ কয়েক সিরিজ ধরেই জাতীয় দলে টেস্ট খেলছেন। তবে খালেদ আহমেদের অভিষেক হয় গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে। অভিষেক ম্যাচেই রেকর্ড গড়া উইকেট না পেলেও আগ্রাসী বোলিংয়ে খালেদ গতির ঝড় তুলেছিলেন মিরপুরের হোম অব ক্রিকেটে। তারপরের উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে থাকলেও আর একাদশে খেলা হয়নি তাঁর। কারণ বাংলাদেশের সেই পিচ যে ছিল স্পিন সহায়ক। প্রথম টেস্টে শুধু মুস্তাফিজ ও পরের টেস্টে কোনো পেসার ছাড়াই মাঠে নামে বাংলাদেশ।

এবাদত হোসেন নির্বাচকদের নজরে আছেন বেশ কিছুদিন ধরেই। তবে এবারই প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে ডাক পেলেন। নিউজিল্যান্ডের সবুজ গালিচায় এবাদত-খালেদরা গতির ঝড় তুলতে পারলে ভালো ফলাফল করতে পারবে বাংলাদেশ।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজটি তিন ম্যাচের। প্রথম ম্যাচটি শুরু হবে ২৮ শে ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর ৪ টায়। আঙুলের ইনজুরিতে বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান টেস্ট সিরিজেও ফিরতে পারবেন কিনা তা নিশ্চিত নয়।

Related Articles

সেই স্কোয়াডের ‘৯ জন’ জায়গা পান জাতীয় দলে

টিম কম্বিনেশনের কারণে দলের বাইরে থাকতেও রাজি রাহী

‘এখন পর্যন্ত ভালো অবস্থানে আছি আমরা’

এশিয়ার চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

উইন্ডিজে কোচের নজর কেড়েছেন যারা