নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন আব্বাস আফ্রিদি
সিরিজের বাকি অংশে খেলবেন কিনা তা পরে জানানো হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন আব্বাস আফ্রিদি
প্রকাশিত হয়েছে - 2024-01-16T13:20:42+06:00
আপডেট হয়েছে - 2024-01-16T13:20:42+06:00
পাকিস্তানের ক্রিকেটে দুর্দশা
যেন কাটছেই না। বিশ্বকাপ ব্যর্থতার পরে এত পরিবর্তন এনেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
সফরে এখনও পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি দল। এবার দলে হানা দিয়েছে চোট। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]চোটে ভুগছেন আব্বাস আফ্রিদি। ছবি : গেটি ইমেজস
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির আগে চোটে পড়েছেন পাকিস্তানের পেসার আব্বাস আফ্রিদি। পেশির টানের কারণে তৃতীয় ম্যাচে খেলা হচ্ছে না তার। স্ক্যানে বড়সড় কোনো চোট ধরা পড়েনি আব্বাসের। সেক্ষেত্রে স্বাভাবিক পুনর্বাসনেই সুস্থ হয়ে উঠবেন তিনি। সিরিজের শেষ দুই ম্যাচে তিনি খেলবেন কিনা তা পরে জানানো হবে বলে জানিয়েছে পিসিবি।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলার পর এবার নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। অজিদের কাছে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে দলটি। তৃতীয় ম্যাচেও হেরে গেলে দুই ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হবে সিরিজ পরাজয়। এই সিরিজ দিয়েই পাকিস্তানের অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে শাহীন শাহ আফ্রিদির।
সিরিজের তৃতীয় ম্যাচে আগে চোট হানা দিয়েছে নিউজিল্যান্ড শিবিরেও। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন সিরিজের বাকি অংশে খেলতে পারছেন না। ফলে তৃতীয় ম্যাচের জন্য দলে যোগ দেওয়া উইল ইয়ংকে রেখে দেওয়া হয়েছে সিরিজের বাকি অংশের জন্য।
আগামীকাল ১৭ জানুয়ারি ডানেডিনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে কিউইরা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।