Scores

নিউজিল্যান্ডে তৃতীয় দফায়ও করোনা নেগেটিভ টাইগাররা

নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টিনে রয়েছে বাংলাদেশ দল। অনুশীলনে নামার আগে ফের একবার করোনা টেস্ট করানো হয়েছে ক্রিকেটার সহ সকল স্টাফদের। ফলে অনুশীলন করতে আর বাঁধা রইলো না ক্রিকেটারদের।

গত ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগেই করোনা পরীক্ষা করানো হয়েছিল ক্রিকেটারদের। নিউজিল্যান্ডে পৌঁছেই দেশটির সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী কঠোর কোয়ারেন্টিন পালন করেছে দলের সবাই। নিয়ম অনুযায়ী কোয়ারেন্টিনের অষ্টম দিনের মাথায় করোনা পরীক্ষায় নেগেটিভ আসলে পৃথকভাবে অনুশীলন করতে পারবে ক্রিকেটাররা।

Also Read - বাংলাদেশ গেমসের তিন দল ঘোষণা, সূচি চূড়ান্ত


দলের সঙ্গে যাওয়া জালাল ইউনুস জানান, তৃতীয়বারও করোনা টেস্টে নেগেটিভ এসেছে ক্রিকেটারদের। কাজেই এখন থেকে অনুশীলনে যোগ দিতে পারবেন ক্রিকেটাররা।

“নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলের সবার করোনা পরীক্ষার ফলাফল তৃতীয়বারের মতো নেগেটিভ এসেছে, ফলে প্র্যাকটিসে ফিরতে আর কোন বাধা থাকল না ক্রিকেটারদের।”

এতদিন কঠোর কোয়ারেন্টিনের মাঝে ৩০ মিনিট বাইরে হাঁটাচলা করার অনুমতি ছিল দলের সঙ্গে আসা সবার। তারপরেই আবারো রুমের মধ্যে বন্দী থাকতে হতো ক্রিকেটারদের। দলের সিনিয়র ক্রিকেটার জানিয়েছিল ঘুম এবং নেটফ্লিক্স দেখেই সময় কাটছে ক্রিকেটারদের।

কঠোর কোয়ারেন্টিন পালনের পর একসঙ্গে জিমে দেখা গিয়েছে আফিফ হোসেন ধ্রব, মোহাম্মদ নাইম, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, আগামী ২০ মার্চ মাঠে নামবে দুই দল। দুই দলের মধ্যকার সিরিজটি আরম্ভ হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। ওয়ানডে সিরিজ শেষ হলেই দুই দল ফের মাঠে নামবে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে।

Related Articles

নিউজিল্যান্ডে ‘২’ দিন পিছিয়ে গেল বাংলাদেশ দলের অনুশীলন

টাইগাররা প্রটোকল মেনে চলায় খুশি নিউজিল্যান্ড সরকার

‘অধিনায়ক’ তামিমকে নিয়ে আশাবাদী বিসিবি ও টিম ম্যানেজমেন্ট

দর্শক ইস্যুতে ফুটবলের সাথে ক্রিকেটকে মেলাতে চায় না বিসিবি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরু থেকে ডিআরএস ব্যবহার নিয়ে ধোঁয়াশায় বিসিবি!