Scores

নিউজিল্যান্ডে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

দীর্ঘ অপেক্ষার পর নিউজিল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। একইসাথে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নিউজিল্যান্ড ক্রিকেট দলও। দেশটির সরকার আন্তর্জাতিক সিরিজ আয়োজনের অনুমতি দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি)।

নিউজিল্যান্ড ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট
আগামী বছরের শুরুর দিকে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ফাইল ছবি

নতুন বছরের (২০২১) শুরুতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল। ক’রোনা মহামারীর কারণে ২০২০ সাল জলে গেলেও ২০২১ সালের শুরু থেকেই মাঠে ক্রিকেট রাখতে মরিয়া এনজেডসি। সেই মোতাবেক সরকারের কাছে আবেদনের পর দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর সবুজ সংকেতও পেয়ে গেছে।

Also Read - কোহলি-আনুশকাকে নিয়ে বিরূপ মন্তব্য; মুখ খুললেন গাভাস্কার


আপাতত সরকারের কাছ থেকে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দেওয়ার অনুমতি পেয়েছে নিউজিল্যান্ড। তবে কিউদের বিপক্ষে এই দুই দলের সিরিজের পর বাংলাদেশেরও নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে।

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে এই সিরিজের সাথে যুক্ত হতে পারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও।


তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি দিয়ে গ্রীষ্মকালীন ক্রিকেট শুরু করবে নিউজিল্যান্ড। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এরপর নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তানও। পাকিস্তানের সফর শেষে কিউইদের বিপক্ষে লড়তে যাবে বাংলাদেশ।

যদিও নিজেদের দেশে ক্রিকেট ফেরানোর সবুজ সংকেত পাওয়ার দিনে নিউজিল্যান্ডের একটি দ্বিপাক্ষিক সিরিজের সফর স্থগিত হয়ে গেছে। কোয়ারেন্টিন সংক্রান্ত জটিলতায় নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর আপাতত হচ্ছে না। সিরিজটি পরবর্তীতে নতুন সূচিতে সাজানো হবে। অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল কিউইদের।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

বাবরকে নিয়ে টুইটারে স্নায়ুযুদ্ধে লিপ্ত ভারত-পাকিস্তানের সমর্থকরা

অজিদের দাপুটে জয়; সিরিজ হারল ভারত

গুগোল সার্চে ‘পাকিস্তানের অধিনায়ক’ ধোনি!

চোট নিয়ে মাঠ ছাড়লেন ওয়ার্নার